বড় লোকের মেয়ে যখন হুজুর ছেলের প্রেমে পর্ব_১০

তানজিলাঃ আংকেল এই ১ সপ্তার ভিতর লাগবে,,

দোকানদারঃ আচ্ছা মামনি,, এই কার্ড টি নেও,,( পান্জাবি বায়না দেওয়ার একটি কার্ড দেখিয়ে, তারপর বিল পেমেন্ট করে বেড়িয়ে পড়লাম,)

তারপর আমরা একটা রেষ্টুরেন্টে ডুকলাম,, রেষ্টুরেন্টা তানজিলার খুব প্রিয়, নাম করা রেষ্টুরেন্ট,(বুঝেন না ভাই বড় লোকের বিরাট কারবার) তারপর একটা টেবিলে গিয়ে বসলাম,,ও থুক্কু টেবিলে না, চেয়ারে বসলাম দুজন সামনা সামনি হয়ে, একটা ওয়েটার কে ডাক দিয়ে,,

তানজিলাঃ আমার জন্য চিকেন আর বিড়িয়ানী দিবেন,,
তুমি কি খাবে?? (আমাকে উদ্দেশ্য করে,)

আমিঃ আপনি যা খাবেন, আমিও তাই খাবো!

তানজিলাঃ আচ্ছা তাহলে আমাদের দুজনের জন্য চিকেন আর বিড়িয়ানী দিবেন!! (ওয়েটার কে)

ওয়েটারঃ আচ্ছা ম্যাম, (বলে ওয়েটার চলে গেলেন,,)

তারপর তানজিলা আমাকে উদ্দেশ্য করে,,

তানজিলাঃ ও আমি তো ভুলেই গেছি,, তোমাকে যে আমার জামাইর ছবি দেখাবো বলেছি,,দাড়াও( বলে তানজিলা ফোনটা হাতে নিয়ে ফোটো টা তালাশ করছে, আর ওর কথা শুনে আমার মনে হয় কে যেন বুকে হাতুরি দিয়ে মারছে, চোখ দুটি ঝাপসা হয়ে আসছে, মনে হয় এই তো ঝড়না শুরু হয়ে যাবে, তাই তানজিলাকে বললাম)

আমিঃ আপনি থাকেন আমার বাসায় কাজ আছে,, দ্রুত যেতে হবে!! (বলে যখনি বের হতে যাবো,, তখনি কে যেন পিছন থেকে আমার হাত ধরে ফেললো,, আমি পিছনে তাকিয়ে দেখি তানজিলা আমার হাত ধরে রাখছে আর বললো)

তানজিলাঃ তোমাকে বললাম না আজ তোমার কোন কাজ নেই?? (রাগি লুক নিয়ে)

আমিঃ দেখুন একটু বুঝার চেষ্টা করুন!!

তানজিলাঃ না আমি কিছু বুঝতে চাই না,, আজ তোমার কোন কাজ নেই আজ তুমি আমার সাথে খাবে তার পর আমরা এক সাথে যাবো!! এখন এখানে বসো ( একদম রেগে,,)

আমি পাশে তাকিয়ে দেখি পাশের বেঞ্চের সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি তো লজ্জায় শেষ আমি তারাতারি তানজিলার থেকে হাতটি ছাড়িয়ে নিলাম তারপর কোন কথা না বারিয়ে বসে পড়লাম, কারন এই মেয়ে যে পরিমানে রাগি,, এর থেকে আরো অন্য কিছু করে ফেলতে পারে!!)

তানজিলাঃ এই তোমার চোখে পানি কেন??

আমিঃ (তারাতারি চোখের পানি মুছে) না কই না তো!!

তানজিলাঃ এই যে আমি দেখছি পানি!!

আমিঃ আরে না চোখে কিছু একটা পড়ছে তাই পানি বের হয়ে গেছে! (মিথ্যে বললাম তুমি তো জানো না আমার জীবন টাকে কি করে দিছো,)

তানজিলাঃ ও আচ্ছা,, বাদ দেও, এই দেখ আমার জামাই,, ( ওর ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে, আমি ফোনের দিকে তাকিয়ে দেখি একজন স্মার্ট হুজুর দেখতে অনেক সুন্দর পিক টা দেখেতো মনে হয় আমার কলিজা টা ছিড়ে যাচ্ছে!!,)

আমিঃ মাশাআল্লাহ আপনার জামাইটা না অনেক সুন্দর, আপনার সাথে বেশ মানাবে (কথাটি আমি অনেক কষ্টে বলছি,,)

তানজিলাঃ তোমার পছন্দ হইছে??

আমিঃ আমার পছন্দ দিয়ে কি সব হবে?? আমার পছন্দ ……………(এরি মধ্যে ওয়েটার খাবার নিয়ে আসছেন,,)

আমিঃ আচ্ছা বাদ দিন,, চলুন খাবার খাওয়া যাক,, (তানজিলা কে বললাম)

তানজিলাঃ আচ্ছা চলো

(তারপর খাবার খেয়ে বিল পেমেন্ট করে বের হলাম,, আসলে শপিং এ এসে যত টাকা খরছ গেছে, সবই তানজিলা দিছে, তারপর আমরা একটা সিএনজি করে আমার বাসার সামনে চলে আসলাম, তানজিলার বাসা আমার বাসার থেকে দুরে থাকার কারনে আমি সি এন জি থেকে না নেমে ড্রাইবার কে বললাম, এই জায়গায় নিয়ে যান তানজিলা আমার কথায় বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে,, cng তার আপন গতিতে চলতে লাগলো, তানজিলা কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থাকার পর)

তানজিলাঃ তুমি তোমার বাসার সামনে নামলে না কেন??

আমিঃ দেখুন অনেক রাত হয়েছে আর আপনি একটা জুবতী মেয়ে কিভাবে একা ছাড়ি বলুন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না!

তানজিলাঃ কেন কেন ক্ষমা করতে পারবে না??

আমিঃ কারন আমার জন্যই আপনার ক্ষতি হত কারন আমি যদি আপনাকে দিয়ে আসতাম তাহলে তো আর অমন হতো না তাই না?? আর একটা মেয়ের ইজ্জত হেফাজত করা সবার দায়িত্ব!

তানজিলাঃ হু,,,, (নিছু স্বরে,,)

তারপর আমরা যে যার মত চুপ করে আছি,, আমি এর মধ্যে দেখি তাকিয়ে দেখি মেয়েটা কাদছে,,

আমিঃ কি হলো আপনি কাদছেন কেন??

তানজিলাঃ আসলে তুমি এত ভালো কেন??

আমিঃ কিহ আমি ভালো?? (হেসে দিয়ে) আসলে ম্যাম দায়িত্ব পালন করার ভিতর আপনি ভালো খুজে পেলেন কোথায়?? এটা আমার দায়িত্ব পালন তো করতে হবে!!

তানজিলাঃ হু তার পরেও তুমি অনেক ভালো কে এমন তার দায়িত্ব পালন করে??

আমিঃ আচ্ছা বাদ দিন,, (বলে দুজনেই চুপ করে আছি, কিছুক্ষন পর cng তানজিলার বাসার সামনে দাড়ালো তারপর আমি cng ড্রাইবার কে দাড়াতে বলে তানজিলা কে তার বাসার গেটের ভেতরে দিয়ে যখন আসতে লাগবো তখন ই পিছন থেকে তানজিলা আমাকে ডাক দিলো।

তানজিলাঃ ইমন একটু দাড়াও,,

আমিঃ (দাড়িয়ে গেলাম) তারপর তানজিলা আমার কাছে এসে,

তানজিলাঃ এই কার্ড টা তুমি রাখো,, (পান্জাবি বায়না দেওয়ার কার্ড টা আমার দিকে এগিয়ে দিয়ে!!)

আমিঃ কেন এই কার্ড দিয়ে আমি কি করবো??

তানজিলাঃ আরে গাধা,(এ্যা শেষ পর্যন্ত গাধা বানিয়ে দিলো?) কার্ড দিয়ে কি করবে শুনি পান্জাবি টা আমি তোমাকে গিফট করছি,, ওটা তোমার জন্য বায়না দিছি,, এটা গায়ে দিয়ে আমার বিয়েতে আসবা।

আমিঃ ( কার্ড টি নিলাম কারন ও আমাকে শত কষ্ট দিলেও তো ভালোবাসার মানুষ তাই নিলাম) ভালো থাকবেন হয়তো আর কখনো দেখা হবে না!! (কান্না জোরা কন্ঠে)

তানজিলাঃ কেন কেন দেখা হবে না??

আমিঃ কারন আগামি ১৫ তারিখ আমার ও বিয়ে।

তানজিলাঃ কিইই সত্যি??

আমিঃ জ্বী সত্যি।

তানজিলাঃ আচ্ছা আমার একটা কথা রাখবে??

আমিঃ জ্বী বলুন রাখার মত হলে অবশ্যই রাখবো,,

তানজিলাঃ না আগে বলো রাখবে কি না??

আমিঃ আচ্ছা বলুন রাখবো!!

তানজিলাঃ সত্যি রাখবে?? (এটা বলেই দৌড়ে এসে আমাকে জরীয়ে ধরলো,, (আমি তো ওর কান্ড দেখে একদম হাবলা হয়ে গেলাম!!)

আমিঃ এই ছাড়ুন ছাড়ুন কি করছেন কি?? এটা ঠিক না! ছাড়ুন,

তানজিলাঃ ও সরি (মাথা নিছু করে)।

আমিঃ its ok তো এখন বলুন কি কথা?

তানজিলাঃ তোমার বিয়েতে আমার দেওয়া পান্জাবি টা পড়বে??

আমিঃ (আমি ওর কথায় একদম বেকুব হয়ে গেছি,, শেষ পর্যন্ত নিজের হারানো ভালোবাসার মানুষের গিফট দেওয়া পান্জাবি পড়ে নিজের বিয়েতে যেতে হবে হায় আল্লাহ তুমি আমাকে এই কষ্ট থেকেও বাছাবে না? তারপরেও অনেক কষ্টে তানজিলাকে বললাম,,)

আমিঃ আচ্ছা ঠিক আছে!! (এটা বলার সাথে সাথে তানজিলা হঠাৎ করে আমার গালে একটা কিস দিয়ে এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল আমি ওর কান্ড দেখে একদম রোবট এর মত দাড়িয়ে আছি মনে হয় আমার শরিরের ব্যাটারি লো মারছে তার কিছুক্ষন পর cng তে এসে বসলাম তারপর cng তার আপন গতিতে আমার বাসার উদ্দেশ্যে চলতে লাগলো আর আমি cng এর মধ্যে বসে ভাবতে লাগলাম,, তানজিলা আমার সাথে এমন করলো কেন, গালে কিস দিলো কেন?)

(ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন গল্প দেওয়ার চেষ্টা করব)

চলবে কি??—————–

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *