বড় লোকের মেয়ে যখন হুজুর ছেলের প্রেমে পর্ব_০৬

এই দিকে

আমি আর হারামি বন্ধু গুলা আড্ডা দিতেছি,, হাঠাৎ রোহান বললো,

রোহানঃ কিরে মামা তোর খবর কি??

বেলালঃ ওর আর কি খবর থাকবে? তানজিলা ভাবিকে পেয়ে এখন সুখেই আছে! (দিল হারামি বাশ একটা)

আমিঃ ঐ হারামি, তোরে এই কথা কইছে কে?

বেলালঃ আরে মামা তুই আমার বেষ্টু তো আমি জানবো না কে জানবে শুনি??

আমিঃ শালা একটা লাথি দিমু,,

রোহানঃ এই তোরা ঝগড়া থামাবি???

আমিঃ আচ্ছা দে বল!

রোহানঃ তো বল, তোর কি খবর?

আমিঃ ঐ তুই তো নিজে চোখেই দেখছিস কি খবর??

রোহানঃ আরে হারামি আমি কি তোর এই খবর জানতে চাইছি??

আমিঃ তো কি খবর (একটু অবাক হয়ে)।

বেলালঃ আরে মামা ভাবির খবর!!

আমিঃ এই শালা তুই চুপ করবি?? নাকি ঘুশি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো??

রোহানঃ এই তোরা আবার ঝগড়া করছিস??

আমিঃ হ্যাঁ বল, কোন খবর জানতে চাইছিস??

রোহানঃ আরে তানজিলার খবর? ওকে কি তুই মেনে নিবি??

আমিঃ ওরা যদি আমাকে মেনে নেয় তাহলে আমার কোন সমস্যা নাই!

বেলালঃ বাহ আমাদের দুলাভাই দি বিয়ের জন্য প্রস্তুত!! (হেসে দিয়ে)

আমিঃ এই এই আমি তোর কিসের দুলাভাই?? আর কিসের বিয়ে?? (চোখ বড় বড় করে বললাম)

রোহানঃ আরে মামা থাম তো, এই হালায় একটা ফাজিল, তোর সাথে মজা করতেছে,!!

আমিঃ ok তুই যদি আবার আমার সাথে ফাইজলামি করিস?? তাহলে তোর পা ভেঙ্গে ফেলমু!! (বেলাল কে বললাম)

বেলালঃ ok মামা ভাঙ্গিস আগে বল, এখন কি করবি,,!

আমিঃ দেখি কি হয়,,,

তারপর রোহানকে বললাম,,,,,,,,,!

আমিঃ তো তোর মেঘলার কি খবর??

রোহানঃ এই তো ভালো!!

আমিঃ ও আচ্ছা,,

তার পর ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম!! বাসায় এসে সকালের খাবার খেয়ে একটু রেষ্ট নিয়ে মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়ে বেলাল কে সাথে নিয়ে মাদ্রাসায় গেলাম!!

ঐ দিকে

তানজিলা ও তার রুমে গিয়ে ঘুমিয়ে রইলো, তারপর তানজিলার আম্মু গিয়ে,,,,,,

তানজিলার আম্মুঃ তানজিলা এই তানজিলা উঠ মা,,তারাতারি উঠ!

তানজিলাঃ আরেকটু ঘুমাই না আম্মু প্লিজ!

তানজিলার আম্মুঃ না আর ঘুমাতে হবে না,, উঠ কলেজে যাবি না??

তানজিলাঃ হুম যাবো তো!

তানজিলার আম্মুঃ তো তারাতারি উঠ!!

তানজিলাঃ আম্মু প্লিজ ডিস্টার্ব করো না তো আরেকটু ঘুমাই!

তানজিলার আম্মুঃ উঠ বলছি, আর না হয় গায়ে পানি ডেলে দিবো,(তানজিলাকে উঠানোর জন্য!)।

(এ কথা শুনে তানজিলা তারাতারি করে উঠলো,, উঠেই,,

তানজিলাঃ আম্মু আম্মু উঠছি, প্লিজ পানি দিও না,

তানজিলার আম্মুঃ তাহলে তারাতারি ফ্রেশ হয়ে আয় নাস্তা করে তার পর কলেজে যা!!

তানজিলাঃ ok তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি,।
(বলে ওয়াশরুমে চলে গেল, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে এসে মেঘলা কে ফোন দিয়ে),,,,,,,,

তানজিলাঃ হ্যালো জানু,, কই তুই??

মেঘলাঃ কিরে হঠাৎ আজ আবার জানু বলছিস কারন টা কি?? (খুশিতে আত্তহারা হয়ে বললো)

তানজিলাঃ আরে অনেক খুশির খবর আছে তুই কই??

মেঘলাঃ আমি বাসায়,, কেন কিছু বলবি?? আর খুশির খবর টা কি??

তানজিলাঃ কলেজে গিয়ে সব খুলে বলবো তোকে, !!

নুজহাতঃ ফোনে বলনা,, কি খুশির খবর??

তানজিলাঃ না আগে কলেজে আয় তার পর বলবো!!

মেঘলাঃ ঠিক আছে তাহলে আমি আসতেছি ( বলে ফোন কেটে দেয়)।
( এরপর তানজিলা তারাতারি করে কলেজে যাওয়ার জন্য বের হলো,ঐ দিকে মেঘলা ও তারাতারি করে বের হলো, তারপর মেঘলা কলেজে গিয়ে দেখে,, একটা বেঞ্চের উপর একজন বয়স্ক মহিলা বসে আছে,, মেঘলা মহিলার কাছে গিয়ে)!!

মেঘলাঃ এই যে আন্টি এখনে একটা ফর্সা করে মেয়েকে দেখছেন??

তানজিলাঃ ঐ পেত্নী, হারামি, শাকচুন্নী, বান্দরের গার্লফ্রেন্ড, আফ্রিকার জঙ্গল, তুই আমাকে আন্টি বললি কেন? আমি তোর কোন দিক দিয়ে আন্টি হই?? হুম?? (একদম রেগে)

মেঘলাঃ ( আমি তো হা হয়ে রইলাম, এ কে? গলাটাতো একদম তানজিলার মত মনে হয়, আবার এই গালি গুলোও তো তানজিলাই দেয়! তাহলে একি তানজিলা নাকি? কিন্তু একে তো দেখতে বয়স্ক মহিলাদের মত মনে হয়! মনে মনে ভাবতেছে,,,)

মেঘলাঃ আপনি কে? (বয়স্ক মহিলাটি কে বললো)

তানজিলাঃ আরে শাকচুন্নী আমি তানজিলা!

মেঘলাঃ (এবার তো পুড়াই শক খেয়ে) কিহ তুই তানজিলা,, তোর এতো পরিবর্তন কি ভাবে?? আমার তো বিশ্বাস হচ্ছে না, আচ্ছা একটা চিমটি দেতো,।

তানজিলাঃ কেন??

মেঘলাঃ আরে দেখবো আমি স্বপ্ন দেখছি কি না!! নাকি বাস্তবে দেখছি!!

তানজিলাঃ এই নে শাকচুন্নী ( বলে জোরে একটা চিপমটি দিলাম!)

মেঘলাঃ উহ ও মাগোগোগোগোগো ( জোরে একটা চিৎকার দিলাম)

তানজিলাঃ কি হলো স্বপ্ন না বাস্তব দেখছিস তো??

মেঘলাঃ ঐ পেত্নী এতো জোরে চিমটি দিলি ক্যা??

তানজিলাঃ হুম দিছি তো কি করবি শুনি??

মেঘলাঃ ইমন ভাইয়ার সাথে প্রেম করমু!! (হেসে দিয়ে)

তানজিলাঃ কিহহহহহহহহ কি বললি শাকচুন্নী? তোর চুল ছিড়ে ফেলবো!! যদি আমার জানুর দিকে নজর দিস!!

মেঘলাঃ আচ্ছা বাদ দে আগে বল তুই আমাকে রেখে আসলি কেন??

তানজিলাঃ আরে বলিস না আজকের খুশিতে তোকে আনতে ভুলে গেছি,, হি হি হি!

মেঘলাঃ ( ওমা এটা আবার কেমন খুশি মনে মনে) তো বল কি এমন কারন আছে যার জন্য তুই খুশিতে আমাকে ভুলেই গেলি??

তানজিলাঃ তোকে আবার কখন ভুললাম?? (মন খারাপ করে) আমি তো শুধু তোকে রেখে চলে আসছি!!

মেঘলাঃ ঐ একি কথা!! তো বল কি কারনে খুশির ঠেলায় আমাকে রেখে আসছিস??

তানজিলাঃ শোন ইমন আমাকে মেনে নিবে,, যদি আমার আব্বু আম্মু ওকে মেনে নেয়!!

মেঘলাঃ কিহহহহহ সত্যি??

তানজিলাঃ হুম!

মেঘলাঃ তো ট্রিট দে!

তানজিলাঃ ট্রিট দিমু তোর মাথায়, শাকচুন্নী তুই যে প্রেম করিস তার কি ট্রিট দিছিস??

মেঘলাঃ আচ্ছা দিমু,, তুই এখন দে, তার পর আমি দিবো!!

তানজিলাঃ এ্যাএএএএ আইছে মহারানি,, তুই আগে প্রেম করছিস তুই আগে দিবি তার পর আমি দিবো,,
( এভাবে তারা অনেকক্ষন দুষ্টমিষ্টি ঝগড়া করার পর)

মেঘলাঃ হইছে তোর ট্রিট দিতে হবে না এখন চল, ক্লাসে যাই!!

তানজিলাঃ আচ্ছা চল!!
( তারপর তারা ক্লাসে চলে গেল)

এই দিকে আমরাও ক্লাসে গেলাম,, ৩:০০ টার দিকে মাদ্রাসা ছুটির পর বাসায় চলে আসলাম,, বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুকে ডাক দিলাম!

আমিঃ আম্মু ওআম্মু! (এভাবে অনেক্ষন ডাকার পরেও শুনে না তাই আবার ডাক দিলাম!)

আমিঃ আম্মুম্মুম্মু্ম্মুম্মুম্মু,,(চিৎকার দিয়ে)।

আম্মুঃ কিরে এভাবে ষাড়ের মত চেচাচ্ছিস কেন??

আমিঃ তো কি করবো শুনি?? কখন থেকে ডাকছি তুমি তো শুনোই না! খাবার দেও,, ক্ষিদায় পেটের ভিতর ইঁদুর হাডুডু খেলছে!!

আম্মুঃ আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি! (বলে আম্মু চলে গেল)

তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে খাবার খেতে চলে গেলাম,,, খাবার খেয়ে রুমে এসে সোফার উপর বসা মাত্র ফোন টা বেজে উঠলো, ফোনটা হাতে নিয়ে দেখি তানজিলার ফোন, আমি ফোন টা ধরা মাত্রই!

তানজিলাঃ আসসালামু আলাইকুম!!

আমিঃ ওয়ালাইকুম আসসালাম!!

তানজিলাঃ কেমন আছো??

আমিঃ জ্বী আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন??

তানজিলাঃ আলহামদুলিল্লাহ, কি করো??

আমিঃ কিছু না বসে আছি,, আপনি কি করেন??

তানজিলাঃ আমি শুয়ে আছি,, খাবার খাইছো??

আমিঃ না মন চায় না!! (হি হি হি যদিও খাইছি মিথ্যে বললাম দেখি কি করে)

তানজিলাঃ খাওনি কেন??

আমিঃ বললাম তো কেন খাইনি,,

তানজিলাঃ তারাতারি খাবার খাও বলছি,,

আমিঃ না মন চায় না,,

তানজিলাঃ প্লিজ খাও আর না হয় তোমার শরির খারাপ করবে তো,,

আমিঃ ১ বেলা না খেলে কিছু হবে না!

তানজিলাঃ না হলেও খেয়ে নাও না প্লিজ!!

আমিঃ আচ্ছা পরে খেয়ে নিবো,,(যদিও খাইছি হি হি হি)

তানজিলাঃ না এখন খাও প্লিজ!!

আমিঃ আচ্ছা খাবো,, আপনি খাইছেন??

তানজিলাঃ না এখনো খাইনি তুমি খেলে খাবো,, (আমি তো অবাক কি বলে এই মেয়ে আমি খেলে খাবে মানে)

আমিঃ আমি যদি না খাই তাহলে??

তানজিলাঃ তাহলে কি, আমিও খাবো না!!

আমিঃ আচ্ছা আপনি খেয়ে নিন তার পরে আমি খাবো!!

তানজিলাঃ না আগে তুমি খাও তারপর আমি খাবো,,

আমিঃ না আপনি খান,, তারপর আমি,,(এভাবে অনেকক্ষন দুষ্টমিষ্টি ঝগড়ার পর!)

আমিঃ দেখুন আপনি যদি না খান তাহলে আমি কিন্তু খাবোই না,,

তানজিলাঃ ok ok আমি খাচ্ছি ,, তুমিও খেয়ে নেও,,

আমিঃ আচ্ছা ( এভাবে অনেকক্ষন কথা বললাম,, তার পর ফোন কেটে দিয়ে ফেসবুকে লগইন করা মাত্রই রুপসি রাজকন্না আইডি থেকে sms আসলো!!)

আমিঃ হায় আল্লাহ তুমি এই মেয়ের থেকে কি আমাকে রক্ষা করবে না??( নিজে নিজে)

অপর পাশ থেকেঃ আসসালামু আলাইকুম!!

আমিঃ সীন করে উত্তর দিলাম না!! (ধুর এই মেয়ের এসব আর ভালো লাগে না)

অপর পাশ থেকেঃ ঐ কুত্তা, হনুমান, বিড়াল, আফ্রিকার জঙ্গল sms সীন করে উত্তর দিস না কেন??

আমিঃ ( যাক বাবা এই মেয়ে যে পরিমান গুন্ডি এর হাত থেকে সহজে বাছা যাবে না,, মনে মনে)

আমিঃ জ্বী বলুন,,

অপর পাশ থেকেঃ আগে সালামের উত্তর দাও,,

আমিঃ ওয়ালাইকুম আসসালাম,,

অপর পাশ থেকেঃ কেমন আছো??

আমিঃ এই তো ভালো,,

অপর পাশ থেকেঃ কি করো??

আমিঃ বসে আছি,,

অপর পাশ থেকেঃ খাবার খাইছো??

আমিঃ জ্বী হুম!!

অপর পাশ থেকেঃ আচ্ছা বায় পরে কথা হবে!!

মনে মনে তো অনেক খুশি যাক বাবা এই গুন্ডি মেয়ের হাত থেকে বাছা গেল!! ( মন চায় একটু ডান্স করতে,, ও সরি আমার পক্ষে ডান্স করা ঠিক না) তারপর আছরের আজান দিলো, অজুকরে নামাজের জন্য বের হলাম নামাজ পড়ে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসলাম, বাসায় এসে পড়তে বসলাম!!

ঐ দিকে
তানজিলাও মাগরিবের নামাজ পড়ে পড়তে বসলো ,, তখন হঠাৎ তানজিলার আব্বু তানজিলার রুমে এসে,,

তানজিলার আব্বুঃ কিরে মা কেমন আছিস??

তানজিলাঃ আব্বু তুমি কখন এলে?? (জড়িয়ে ধরে)

তানজিলার আব্বুঃ এই তো এই মাত্র আসলাম বল কেমন আছিস??

তানজিলাঃ এই তো আব্বু ভালো!! তুমি??

তানজিলার আব্বুঃ আমিও ভালো আছি মা,, কি করিস!

তানজিলাঃ পড়তেছি!!

তানজিলার আব্বুঃ আচ্ছা পড়,, পরে কথা বলবো!!

তানজিলাঃ আচ্ছা আব্বু!! (তখন তানজিলার আব্বু চলে যায়, তারপর তানজিলাও পড়তে বসে,,)

এই দিকে
আমি পড়া শেষ করে এশার নামাজ পড়তে চলে গেলাম নামাজ শেষে বাসায় চলে আসলাম,, তারপর আম্মু খাবার খেতে ডাকলো, চলে গেলাম খাবার খেতে, খাবার খেয়ে রুমে চলে আসলাম এসে খাটের উপর শুইলাম,, চোখে অল্প অল্প ঘুম,, তখনি মনে হয় ভূমি কম্পন হচ্ছে,, উঠে দিলাম এক দৌড়,, দৌড়ে বাহিরে যাচ্ছি তখনই আম্মু বললো!

আম্মুঃ কিরে দৌড়ে কই যাস??

আমিঃ আরে আম্মু তুমি এখনো এখানে দাড়িয়ে আছো?? ভূমি কম্পন হচ্ছে বের হও তারাতারি!

আম্মুঃ কিরে পাগল, কই ভূমি কম্পন হচ্ছে,, তুই শান্ত হ,, (তার পর আম্মু আমাকে খাটের উপর নিয়ে বসালো,, তারপর এক গ্লাস পানি দিলো, আমি এক ডোকে পুরোটা খেয়ে ফেললাম)!

আম্মুঃ কিরে এখন কেমন লাগে,, আর তুই এমন করলি কেন কোথায় ভূমি কম্পন হচ্ছে??

আমিঃ( আসলে তো কই ভূমি কম্পন হচ্ছে? মনে মনে) না আম্মু কিছু না স্বপ্ন দেখছিলাম!!

আম্মুঃ আচ্ছা ওকে যা, গিয়ে ঘুমিয়ে পড়,,( তারপর আমি রুমে চলে গেলাম, গিয়ে দেখি আবার ভূমি কম্পের মত আওয়াজ,, একটু এগিয়ে দেখি আমার ফোন বাজছে!! আর ফোন ভাইব্রেশন থাকার কারনে এমন হইছে,,(ধুর শুধু শুধু পাগলের মত কারবার করছি,,) তারপর ফোন হাতে নিয়ে দেখেই তো আমি ৪০০০ ভোল্ডের শক খেলাম! তানজিলার ৫০ টি কল,,

আমিঃ (হায় আল্লাহ খাইছেরে এই মেয়ে যে গুন্ডি না জানি এখন আমার কি করে!! ভাবতে ভাবতে আবার ফোন!) তারপর ফোন টা ধরে!

আমিঃ হ্যালো!!

তানজিলাঃ রাখ তোর হ্যালো! এতগুলা ফোন দিছি কইছিলি তুই হ্যা??

আমিঃ আরে রাগছেন কেন,, শুনুন আমার জীবনে কি হয়ে গেলো! ( বলে সব ঘটনা ওকে খুলে বললাম,, তানজিলা তো আমার কাহিনি শুনে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করছে) তারপর তানজিলা একটু নরমাল হয়ে বললো,,,,,,!!

তানজিলাঃ আচ্ছা তুমি এমন পাগল কেন,,(এখনো হাসতে হাসতে বললো)

আমিঃ জানি না,,

তানজিলাঃ আচ্ছা বাদ দেও,, রাতের খাবার খাইছো??

আমিঃ হুম,, আপনি??

তানজিলাঃ না তুমি খেলে খাবো,,

আমিঃ আচ্ছা আমি তো খাইছি,, এখন আপনি খেয়ে নিন,,

রাইসাঃ আচ্ছা খাবো,, এখন তুমি ঘুমিয়ে পড়ো,, আর হ্যা রাত জেগে থাকবে না,,

আমিঃ আচ্ছা থাকবো না,, আপনি এখন খাবার খেয়ে নিন!!

তানজিলাঃ আচ্ছা ok!!

বলে ফোন কেটে দিলো,, এভাবে প্রতিদিনি কথা বলতে বলতে ২ মাস কেটে গেল,, এর মধ্যে প্রতিদিনি তানজিলা আমার অনেক কেয়ার করে,, খাবার ঠিক মত খাই কি না,, ঠিক মত ঘুমাই কি না,, ইত্যাদি ইত্যাদি! এই কয়দিনের মধ্য আমি অনেক টাই ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি!! এর থেকে বড় কথা হলো,, আমি এখন ওকে আপনি করে নয় তুমি করে বলছি, )

আজ আমি রুমে বসে বসে ফোন টিপছি!! তখন ই তানজিলার ফোন!! আমি ফোনটা ধরা মাত্রই

তানজিলাঃ আসসালামু আলাইকুম।

আমিঃ ওয়ালাইকুম আসসালাম!

তানজিলাঃ তুমি এখন কোথায়??

আমিঃ বাসায় কেন??

তানজিলাঃ আমার সাথে একটু দেখা করবে??

আমিঃ কেন?? হঠাৎ এখন দেখা করার কথা বলছো যে??

তানজিলাঃ দেখা করে বলবো!! তুমি একটু দেখা করবে আমার সাথে??

আমিঃ আচ্ছা কোথায় দেখা করবো??

তানজিলাঃ আমি পার্কে আছি,, তুমি দ্রুত আসো!!

আমিঃ আচ্ছা তুমি ওখানে থাকো, আমি আসছি,,(বলে তারাতারি একটা রিকসা ডেকে পার্কের উদ্দেশ্যে বের হয়ে গেলাম,, পার্কে গিয়ে দেখি তানজিলা,, একটা বেঞ্চ এ বসে আছে!! আমি ওর কাছে গিয়ে)

আমিঃ কি জন্য ডাকছো বলো,,

তানজিলাঃ আগে শান্ত হও তারপর বলছি,,

আমিঃ ( কিছুক্ষন বসে তারপর) আচ্ছা এবার বলো,, কি জন্য ডাকেছো??

তানজিলাঃ ডাকছি তোমাকে এটা দিতে (হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে)

আমিঃ এটা কিসের কার্ড??

তারপর তানজিলা যা বললো, তা শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো!————–

চলবে—————–

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *