মামাতো বোন যখন রোমান্টিক বউ পর্ব-১২

সকাল বেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি।

আর আমার পায়ের জুতা ও কে যেন খুলে দিছে এবং আমার গায়ে একটা চাদর দিয়ে দিছে

এই সব দেখে ভাবলাম আমার রুম এ কে যেন ঢুকছিলো

তাই শোয়া থেকে উঠলাম আর উঠতেই তো আরো অবাক হয়ে গেলাম

কারন আমার রুম এ মিম। সে সোফায় ঘুমাইতেছে। বুঝলাম না মিম কেন এই রুম এ

আমি ওকে ডাকতে গিয়ে ও থেমে গেলাম। আর ডাকলাম না।

দেখি তো কিছুক্ষন পর মিম চোখ খুললো । এটা দেখে তাকে আমি বললাম

আমি: তুমি এখানে কেন?

মিম: কেন আসতে পারি না?

আমি: পারো,, কিন্তু এই ভাবে ঘুমাইছো কেন?

মিম: আসলে কাল রাতে তোমার খুব জ্বর আসছিলো। তাই তোমার মাথায় জলপট্টি দিতে দিতে এখানেই ঘুমিয়ে পড়ছি

আমি: ও সরি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম

মিম; একথা কেন বললা

আমি: কোন কথা

মিম: যে আমার খুব কষ্ট হইছে

আমি: হইছেই তো অনেক রাত পর্যন্ত জাগনা ছিলা

মিম: আমি কি কখনো বলছি যে আমার কষ্ট হইছে

আমি: না

মিম: তাহলে বললা কেন। আর যেন এই রকম কথা তোমার মুখ এ না শুনি

আমি: আচ্ছা

মিম: ওকে এখন উঠে ফ্রেশ হয়ে নাও

আমি: তুমি ও যাও গিয়ে ফ্রেশ হও।

বলেই আমি রুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম

ফ্রেশ হয়ে এসে সবাই মিলে নাস্তা করতে বসলাম। নাস্তা করা অবস্থায় দেখলাম নেহা আসতেছে।

আমি: আরে তুমি হঠাৎ করে?

নেহা: কেন আসতে পারি না?

আমি: পারো কিন্তু এত সকাল সকাল তাই আর কি

নেহা: আসলে এক যায়গায় যাবো তো তাই । তোমাকে ও সাথে নিয়ে যাবো

আমি: কোথায় যাবা। আর আমি কেন সাথে যাবো

নেহা: কাজ আছে তাই তো তোমাকে বললাম।

আমি: ও যাব তাহলে

পাশ থেকেই মিম বলে উঠলো যে।

মিম: না তুমি কোথাও যাবে না

আমি: কেন

মিম: আমি বলছি তাই

নেহা: মিম আপু ও যাক না আমার সাথে

মিম: না,,, ও একাই যাবে না!

নেহা: আরে আমি ও তো ওর সাথে যাইতেছি

মিম: না ,, আমি ও যাবো ওর সাথে।

নেহা: সত্যি বলতেছো

মিম: মিথ্যা বললাম নাকি

নেহা: তাহলে তো আরো ভালো হয়

আমাদের এসব কথা শুনে পাশ থেকে মামি বলে উঠলো

মামি: আরে নেহা তুই যাবি কোথায় সেটা তো আগে বল

নেহা: না তোমাকে বলা যাবে না

মামি: ওকে কোথায় যাস ভালো ভাবে একটু যাস

নেহা ; ওকে

বলেই আমরা নাস্তা শেষ করে রওনা দিলাম

কিছুক্ষন পরে এসে নেহা একটা পার্কে গাড়ি দার করালো। এটা দেখে আমি নেহাকে বললাম

আমি; এখানে কেন আসলা

নেহা: একজন আসবে তার সাথেই পরিচয় করে দিবো

মিম: কিরে তলে তলে এত দুর আগে তো জানতাম না

নেহা: আরে চুপ করো আপু। ওই তো ও আসতেছে

বলেই ও একটা ছেলেকে দেখিয়ে দিলো। আর আমি তারদিকে তাকিয়েই তো অবাক কারন এটা তো আমার ডিপার্টমেন্ট এর ছেলে

ওই ছেলে আমাদের কাছে এসে দাড়িয়ে বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়েই বললো

মারুফ: স্যার স্যার আপনি এখানে??

আমি মনে মনে বলতেছি আমার সব আজকে অজানা তথ্য মনে হয় ফাস হয়ে যায়

আমি: আরে কে আপনার স্যর

মারুফ: স্যার আমি মারুফ আপনার ডিপার্টমেন্ট এর সহকারি অফিসার

নেহা: আরে কি আবল তাবল বকতেছো!!! ও আমার ভাই আর ও কোন চাকরি করে না

মারুফ: না মানে নেহা

আমি: কোন না মানে নাই একটু ওই দিকে চলো তো ( মারুফ কে একটু দুরে নিয়ে গেলাম)

মারুফ: জি বলুন

আমি: আসলেই আমি তোমার স্যার

মারুফ: কিন্তু তখন শিকার করলেন না কেন

আমি: আরে ভাই ওরা জেন জানতে না পারে আমি জব করি ।

মারুফ: ওকে স্যার

আমি: তা তুমি এখানে কেন

মারুফ: আসলে সার নেহা আর আমি দুজন দুজন কে লাভ করি।

আমি: ও। তা চলো এখন ওদের কাছে

মিমদের কাছে আসসতেই মিম বলে উঠলো

মিম: কি বললা তুমি ওকে

আমি: তেমন কিছু না। চলে আমরা ওই দিকে যাই। আর এরা গল্প করুক

নেহা: না মানে ভাইয়া

আমি: কোন মানে নেই মারুফ খুব ভালো ছেলে তোরা গল্প কর আমরা ওই দিকে আছি

বলেই আমি আর মিম অন্য দিকে চলে গেলাম

আর হ্যা ভাবতেছেন ছেলেটা আমাকে স্যার বললো কেন

আসলে আমার চাকরি হয়েছে ৪মাস হলো কিন্তু বাসায় কেউ জানে না

আর আমি জানাই ও নাই।অনার্স শেষ হওয়ার পরেই আমার ডিবি পুলিশ এ ফাস্ট ক্লাস অফিসার হিসাবে চাকরি হয়েছে

কিছু দুর যাওয়ার পর মিম বললো।।

মিম: চলো পুকুর পারে বসি

আমি: চলো

আমরা দুজনে গিয়ে বসলাম। কিছুক্ষন নিরবতা থাকার পর মিম এই বলে উঠলো

মিম: ওদের দুজনের ভালই মানাইছে তাই না

আমি: হুম অনেক সুন্দর

মিম: আচ্ছা ওই ছেলেটা তোমাকে স্যার বললো কেন

আমি: আমি কি জানি কেন বললো

মিম: সত্যি কিছু জাননা। না কিছু লুকাইতেছো

আমি: আরে সত্যি কিছু জানি না।।

মিম: ও ভালো

আমি: হুম

মিম: আচ্ছা তুমি ওত দুরে বসে আছো কেন। কাছে আসো একটু।

আমি: না আমি এখানেই ঠিক আছি

মিম: আসবা কি না

আমি: একটু কাছে গিয়ে বসলাম

মিম: আচ্ছা মাসুম,,, আমাকে তোমার কি সত্যি সত্যি ভাল লাগে না

আমি: কে বললো,, লাগে না,, লাগে তো

মিম: তাহলে আমি যেটা চাই সেটা দিতেছো না কেন

আমি: তুমি বা কি চাও আমি সেটা কি ভাবে বলবো( যেনে ও না জানার ভান করলাম)

মিম: সত্যি বুঝনা কি চাই আমি

আমি: না তো

মিম: ও ভালো

আমি: হুম

মিম: আচ্ছা চলো তাহলে উঠি এখন

আমি: হুম চলো

বলেই আমরা দুজনে সেখান থেকে উঠে পরলাম দুজনেই পাশাপাশি হাটতেছি। মিম হঠাৎ করেই বলে উঠলো

মিম: আচ্ছা মাসুম তুমি কখনো প্রেম করো নাই

আমি: আরে না

মিম: কেন

আমি: আরে আমি দেখতে তো ভাল না। তাই তো কখনো প্রেম ও করা হয় নাই

মিম: কে বললো তুমি দেখতে খারাপ

আমি: খারাপ যদি না হতাম তাহলে কেউ না কেউ তো আমাকে এতদিন বলতো ভালবাসি

মিম: মিম মনটা খারাপ করে বললো( ও ভাল তো)

আমি মাথাটা তুলে ওর দিকে তাকালাম দেখলাম ওর চোখের পানি শুধু টলমল করতেছে

আরে ভাই মেয়েরা কিছু পারুক আর না পারুক কথায় কথায় চোখের পানি বের করতা পারে

মিমের এই অবস্থা দেখে আমি আমার হাত টা দিয়ে ওর হাতটা আলতো করে ধরলাম

আর মিম বুঝতে পারলো যে আমি ওর হাত টা ধরেছি

মিম হাত ধরা অবস্থায় আমার সামনে এসে

…………..চলবে……………….

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *