সকাল বেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি।
।
আর আমার পায়ের জুতা ও কে যেন খুলে দিছে এবং আমার গায়ে একটা চাদর দিয়ে দিছে
।
এই সব দেখে ভাবলাম আমার রুম এ কে যেন ঢুকছিলো
।
তাই শোয়া থেকে উঠলাম আর উঠতেই তো আরো অবাক হয়ে গেলাম
।
কারন আমার রুম এ মিম। সে সোফায় ঘুমাইতেছে। বুঝলাম না মিম কেন এই রুম এ
।
আমি ওকে ডাকতে গিয়ে ও থেমে গেলাম। আর ডাকলাম না।
।
দেখি তো কিছুক্ষন পর মিম চোখ খুললো । এটা দেখে তাকে আমি বললাম
।
আমি: তুমি এখানে কেন?
।
মিম: কেন আসতে পারি না?
।
আমি: পারো,, কিন্তু এই ভাবে ঘুমাইছো কেন?
।
মিম: আসলে কাল রাতে তোমার খুব জ্বর আসছিলো। তাই তোমার মাথায় জলপট্টি দিতে দিতে এখানেই ঘুমিয়ে পড়ছি
।
আমি: ও সরি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম
।
মিম; একথা কেন বললা
।
আমি: কোন কথা
।
মিম: যে আমার খুব কষ্ট হইছে
।
আমি: হইছেই তো অনেক রাত পর্যন্ত জাগনা ছিলা
।
মিম: আমি কি কখনো বলছি যে আমার কষ্ট হইছে
।
আমি: না
।
মিম: তাহলে বললা কেন। আর যেন এই রকম কথা তোমার মুখ এ না শুনি
।
আমি: আচ্ছা
।
মিম: ওকে এখন উঠে ফ্রেশ হয়ে নাও
।
আমি: তুমি ও যাও গিয়ে ফ্রেশ হও।
।
বলেই আমি রুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম
।
ফ্রেশ হয়ে এসে সবাই মিলে নাস্তা করতে বসলাম। নাস্তা করা অবস্থায় দেখলাম নেহা আসতেছে।
।
আমি: আরে তুমি হঠাৎ করে?
।
নেহা: কেন আসতে পারি না?
।
আমি: পারো কিন্তু এত সকাল সকাল তাই আর কি
।
নেহা: আসলে এক যায়গায় যাবো তো তাই । তোমাকে ও সাথে নিয়ে যাবো
।
আমি: কোথায় যাবা। আর আমি কেন সাথে যাবো
।
নেহা: কাজ আছে তাই তো তোমাকে বললাম।
।
আমি: ও যাব তাহলে
।
পাশ থেকেই মিম বলে উঠলো যে।
।
মিম: না তুমি কোথাও যাবে না
।
আমি: কেন
।
মিম: আমি বলছি তাই
।
নেহা: মিম আপু ও যাক না আমার সাথে
।
মিম: না,,, ও একাই যাবে না!
।
নেহা: আরে আমি ও তো ওর সাথে যাইতেছি
।
মিম: না ,, আমি ও যাবো ওর সাথে।
।
নেহা: সত্যি বলতেছো
।
মিম: মিথ্যা বললাম নাকি
।
নেহা: তাহলে তো আরো ভালো হয়
।
আমাদের এসব কথা শুনে পাশ থেকে মামি বলে উঠলো
।
মামি: আরে নেহা তুই যাবি কোথায় সেটা তো আগে বল
।
নেহা: না তোমাকে বলা যাবে না
।
মামি: ওকে কোথায় যাস ভালো ভাবে একটু যাস
।
নেহা ; ওকে
।
বলেই আমরা নাস্তা শেষ করে রওনা দিলাম
।
কিছুক্ষন পরে এসে নেহা একটা পার্কে গাড়ি দার করালো। এটা দেখে আমি নেহাকে বললাম
।
আমি; এখানে কেন আসলা
।
নেহা: একজন আসবে তার সাথেই পরিচয় করে দিবো
।
মিম: কিরে তলে তলে এত দুর আগে তো জানতাম না
।
নেহা: আরে চুপ করো আপু। ওই তো ও আসতেছে
।
বলেই ও একটা ছেলেকে দেখিয়ে দিলো। আর আমি তারদিকে তাকিয়েই তো অবাক কারন এটা তো আমার ডিপার্টমেন্ট এর ছেলে
।
ওই ছেলে আমাদের কাছে এসে দাড়িয়ে বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়েই বললো
।
মারুফ: স্যার স্যার আপনি এখানে??
।
আমি মনে মনে বলতেছি আমার সব আজকে অজানা তথ্য মনে হয় ফাস হয়ে যায়
।
আমি: আরে কে আপনার স্যর
।
মারুফ: স্যার আমি মারুফ আপনার ডিপার্টমেন্ট এর সহকারি অফিসার
।
নেহা: আরে কি আবল তাবল বকতেছো!!! ও আমার ভাই আর ও কোন চাকরি করে না
।
মারুফ: না মানে নেহা
।
আমি: কোন না মানে নাই একটু ওই দিকে চলো তো ( মারুফ কে একটু দুরে নিয়ে গেলাম)
।
মারুফ: জি বলুন
।
আমি: আসলেই আমি তোমার স্যার
।
মারুফ: কিন্তু তখন শিকার করলেন না কেন
।
আমি: আরে ভাই ওরা জেন জানতে না পারে আমি জব করি ।
।
মারুফ: ওকে স্যার
।
আমি: তা তুমি এখানে কেন
।
মারুফ: আসলে সার নেহা আর আমি দুজন দুজন কে লাভ করি।
।
আমি: ও। তা চলো এখন ওদের কাছে
।
মিমদের কাছে আসসতেই মিম বলে উঠলো
।
মিম: কি বললা তুমি ওকে
।
আমি: তেমন কিছু না। চলে আমরা ওই দিকে যাই। আর এরা গল্প করুক
।
নেহা: না মানে ভাইয়া
।
আমি: কোন মানে নেই মারুফ খুব ভালো ছেলে তোরা গল্প কর আমরা ওই দিকে আছি
।
বলেই আমি আর মিম অন্য দিকে চলে গেলাম
।
আর হ্যা ভাবতেছেন ছেলেটা আমাকে স্যার বললো কেন
।
আসলে আমার চাকরি হয়েছে ৪মাস হলো কিন্তু বাসায় কেউ জানে না
।
আর আমি জানাই ও নাই।অনার্স শেষ হওয়ার পরেই আমার ডিবি পুলিশ এ ফাস্ট ক্লাস অফিসার হিসাবে চাকরি হয়েছে
।
কিছু দুর যাওয়ার পর মিম বললো।।
।
মিম: চলো পুকুর পারে বসি
।
আমি: চলো
।
আমরা দুজনে গিয়ে বসলাম। কিছুক্ষন নিরবতা থাকার পর মিম এই বলে উঠলো
।
মিম: ওদের দুজনের ভালই মানাইছে তাই না
।
আমি: হুম অনেক সুন্দর
।
মিম: আচ্ছা ওই ছেলেটা তোমাকে স্যার বললো কেন
।
আমি: আমি কি জানি কেন বললো
।
মিম: সত্যি কিছু জাননা। না কিছু লুকাইতেছো
।
আমি: আরে সত্যি কিছু জানি না।।
।
মিম: ও ভালো
।
আমি: হুম
।
মিম: আচ্ছা তুমি ওত দুরে বসে আছো কেন। কাছে আসো একটু।
।
আমি: না আমি এখানেই ঠিক আছি
।
মিম: আসবা কি না
।
আমি: একটু কাছে গিয়ে বসলাম
।
মিম: আচ্ছা মাসুম,,, আমাকে তোমার কি সত্যি সত্যি ভাল লাগে না
।
আমি: কে বললো,, লাগে না,, লাগে তো
।
মিম: তাহলে আমি যেটা চাই সেটা দিতেছো না কেন
।
আমি: তুমি বা কি চাও আমি সেটা কি ভাবে বলবো( যেনে ও না জানার ভান করলাম)
।
মিম: সত্যি বুঝনা কি চাই আমি
।
আমি: না তো
।
মিম: ও ভালো
।
আমি: হুম
।
মিম: আচ্ছা চলো তাহলে উঠি এখন
।
আমি: হুম চলো
।
বলেই আমরা দুজনে সেখান থেকে উঠে পরলাম দুজনেই পাশাপাশি হাটতেছি। মিম হঠাৎ করেই বলে উঠলো
।
মিম: আচ্ছা মাসুম তুমি কখনো প্রেম করো নাই
।
আমি: আরে না
।
মিম: কেন
।
আমি: আরে আমি দেখতে তো ভাল না। তাই তো কখনো প্রেম ও করা হয় নাই
।
মিম: কে বললো তুমি দেখতে খারাপ
।
আমি: খারাপ যদি না হতাম তাহলে কেউ না কেউ তো আমাকে এতদিন বলতো ভালবাসি
।
মিম: মিম মনটা খারাপ করে বললো( ও ভাল তো)
।
আমি মাথাটা তুলে ওর দিকে তাকালাম দেখলাম ওর চোখের পানি শুধু টলমল করতেছে
।
আরে ভাই মেয়েরা কিছু পারুক আর না পারুক কথায় কথায় চোখের পানি বের করতা পারে
।
মিমের এই অবস্থা দেখে আমি আমার হাত টা দিয়ে ওর হাতটা আলতো করে ধরলাম
।
আর মিম বুঝতে পারলো যে আমি ওর হাত টা ধরেছি
।
মিম হাত ধরা অবস্থায় আমার সামনে এসে
…………..চলবে……………….