মামাতো বোন যখন রোমান্টিক বউ পর্ব-১৬

আমি ফোন দেয়ার সাথে সাথে ফোট টা রিসিভ হলো। আর রিসিভ হওয়ার

পরেই আমি শুনতে পেলাম মিম ফোন কানে নিয়ে কান্না করতেছে আমি এই অবস্থা দেখে ওকে বললাম

আমি: ওই পাগলি কান্না করতেছো কেন??

মিম: অ্যাহ অ্যাহ

আমি: আরে কি হয়েছে তোমার বলবা তো

মিম: তুমি সকালে আমাকে ফোন করো নী কেন?

আমি: একটু অফিস এর কাজে ব্যাস্ত ছিলাম

মিম; এত কাজ তোমার অফিস এ

আমি: হুম অনেক

মিম; ও এর জন্য কি আমার ফোন টা ও রিসিভ করা যাবে না

আমি: স্যরি আসলে ফোনটা আমার কাছো ছিল না

মিম: তাহলে কোথায় ছিল ফোন টা

আমি: অফিস এ আসার সময় ভুল করে বাসায় রেখে গিয়েছিলাম

মিম: ও ভুল করে না। আমি ফোন দিবো তোমার ডিস্টার্ব হবে তাই ফোন নিয়ে যাও নি

আমি: বিশ্বাস করো তুমি,, আমি সত্যি বলতেছি

মিম: মাসুম

আমি: কি

মিম: পারব না আমি একাই থাকতে?

আমি: কেন পারবে না?

মিম: তোমাকে ছাড়া আমার এক মুহুর্ত্ব ও কাটে না

আমি: একটু কষ্ট করো না প্লিজ

মিম: না আমি পারব না

আমি: তাহলে কি করবে

মিম: আমি তোমার ওখানে আসবো!! তোমার সাথে থাকবো!!প্লিজ না করো নাহ😪

আমি: প্লিজ মিম পাগলাম করো না

মিম; না আমি পারব না,, তোমায় ছাড়া থাকতে??

আমি: দেখ কয়েকটা তো দিন এ রি ব্যাপার। থাকনা একটু কষ্ট করে

মিম; আমি পারব না যে তোমাকে ছাড়া থাকতে তুমি কেন বুঝতেছো না

আমি: তাহলে তুমি এখন কি করবে

মিম: আমি ও আসবো,, তোমার ওখানে

আমি: মামা মামি আসতে দিবে তো তোমাকে

মিম: হ্যা দিবে

আমি: ও তা কি বলে আসবে বাড়িতে

মিম: বলবো যে আমি মাসুমের,, ওখানে যাব আর কয়েক দিন থাকবো

আমি: ও তা এখানে এসে কোথায় থাকবে

মিম: কেন তোমার সাথে

আমি: মানে

মিম: মানে হচ্ছে তোমার সাথে থাকব

আমি: আমাদের তো এখন ও বিয়ে হয়নি, তাহলে এক সাথে থাকব কিভাবে

মিম: কেন এক বিছানার মধ্যে মাঝে একটা বালিশ দিয়ে

আমি: যাই হোক আমি তাহলে এখানে তোমার পরিচয় কি দিব

মিম: বলবা যে আমরা স্বামী স্ত্রী

আমি: ওই আমরা যে স্বামী স্ত্রী না তাহলে মিথ্যা কেন বলবো

মিম: মিথ্যা না বললে যে এক সাথে থাকতে দিবে না তাই মিথ্যা বলবা

আমি: ওই তোমার না আসলে হয় না। আমি তো কিছুদিন পর আসতেইছি

মিম: না হয় না। আমি কালকে সকালে আসতেছি

আমি: কালকেই আসবা

মিম: হুম কালকেই সকালে

আমি:ও। যাই হোক খাইছো তুমি সকালে

মিম: তোমাকে না বলে কোনদিন খাইছি আমি

আমি: না

মিম: তাহলে যান না আমি খাইছি কি না

আমি: ওরে আমার লক্ষি সোনা যাও এখন তুমি ও খাও আমি ও খাই

মিম: ওকে বাই

আমি: ওকে বাই

বলেই আমি ফোনটা কেটে দিলাম আর ভাবতেছি ওযে কালকে আসতে চাইলো

ও কি সত্যি সত্যি এখানে চলে আসবে। ও যদি আসে তাহলে তো ওকে নিয়ে বড় সমস্যা হয়ে যাবে

যা হবার সেটা হবে যাই হোক এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে যাই। বিকাল এ আবার অফিস এ যাইতে হবে

বলেই আমি সেখান থেকে উঠে এসে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম।

ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে অফিস এর উদ্যেশে রওনা দিলাম।

অফিস এ ঢুকতেই স্যার বলে উঠলো যে।

স্যার: ও মি. মাসুম,, এসেছেন আপনি

আমি: জি স্যার

স্যার; তা আপনি কি কোন কারনে নারভাস ফিল করতেছেন।

আমি: না স্যার আমি ঠিক আছি

স্যার: আরে বলে ফেলুন কি সমস্যায় পড়েছেন যদি আমি হেল্প করতে পারি

আমি; না মানে স্যার

স্যার: আরে বলুন বলুন

আমি: স্যার আমার স্ত্রী হঠাৎ করে ফোন দিয়ে বললো যে ও আমার সাথে এখানে থাকবে

স্যার: ও এই ব্যাপার

আমি: জি স্যার

স্যার: ওকে থাকবে তাতে তো কোন Problm নাই

আমি: স্যার থাকার যায় গাটা

স্যার: আরে ওটা নিয়ে কোন প্রোবলেম নাই বলো আসবে কোন দিন

আমি: স্যার কালকে

স্যার: ওকে আজকে তুমি…… …… কোয়াটার এর চাবিটা নিয়ে যাই ও

আমি’: ওকে স্যার থ্যাংক ইউ

স্যার: যাই হোক মি. মাসুম,, আপনাকে যে জন্য ডাকা

আমি: জি স্যার বলুন

স্যার: আজকে রাতে আমাদের কো অপারেশন এ যেতে হবে

আমি: ওকে স্যার কখন বাহির হব আমরা

স্যার; ঠিক ১২ টায়

আমি: ওকে স্যার বলেই

সেখান থেকে চলে আসলাম এসে আমার সব কিছু গুছিয়ে আমার ব্যাগ এ নিলাম

রাতে একটু খাওয়া করে মিমকে ফোন দিলাম

আমি: রাতে খাইছ

মিম: না তুমি

আমি: হ্যা খাইলাম। আর হ্যা শোন আমি একটা অপারেশন এ যাইতেছি। হয়তো বা রাতে আর কথা বলতে পারব না

মিম : কখন যাবা

আমি: এই তো কিছুক্ষন পরেই যাবো

মিম; ওকে নিজের খেয়াল রেখো

আমি: ওকে বাই

বলেই ফোন টা কেটে দিয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম। এসে দেখি সম্পূর্ণ টিম রেডি

আমি এসে গাড়িতে বসার সাথে সাথে গাড়ি স্টার্ড দিলো। আমাদের গন্তব্য

ঢাকা সেখানে এক ধরনের মাদক ব্যাবসা চলে। তার পাশা পাশি সেখান এ বিভিন্ন ধরনের নারি ও শিশু পাচার করা হয়

আমরা ১ ঘন্টা এর মধ্যে চলে এসেছি ওই যায়গাতে। এসে দেখি ওখানে ওদের প্রচুর লোক

তারপর আমরা নানা রকম কৌশল অবলম্বন করে ওদের কে সবাইকে ধরলাম

গাড়িতে তুলে ওদের কে থানায় নিয়ে গিয়ে দিয়ে আসলাম এসে ফ্রেশ হয়ে

একটু খাওয়া দাওয়া করে আমি মিমকে ফোন দিলাম

আমি: কি করো

মিম: এই তো তোমার ফোন এর অপেক্ষায় ছিলাম। তা কি অপারেশন সাকছেচ

আমি: হুম

মিম: তোমার কিছু হয়নি তো

আমি’: নারে বাবা হয়নি। এই শোন কাল যখন তুমি আসবে

মিম; হুম

আমি: তখন………. . এই ঠিকানায় এসে ৩য় তলার চার নাম্বার রুম এ আসবা

মিম: কেন

আমি: আরে বাবা আমি ওখানে থাকি

মিম: ওকে আসবো গুড নাইট

আমি: ওকে গুড নাইট

বলেই দিলাম একটা ঘুম,,,
সকালে উঠে………….

……………….. . চলবে. …. ………..

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *