মামাতো বোন যখন রোমান্টিক বউ শেষ পর্ব

আমি রুম থেকে বের হয়ে সোজা অফিস এ চলে গেলাম। অফিস এর কিছু কাজ করে বাসাতে চলে আসলাম

এসে দেখি মিম রান্না করে খাবার নিয়ে বসে আছে। আমি আসার পর দুজনে এক সাথে খাওয়া করে ঘুড়তে বের হলাম

৫ দিন সময় লাগলো আমাদের অপারেশন টা শেষ করতে। এখন আমাকে বাড়ি চলে আসতে হবে তাই আমি স্যারের রুম এ গিয়ে বললাম

আমি: আসতে পারি

স্যার: হ্যা আসো

আমি: স্যার আমার ১ টা মাস এর জন্য ছুটি লাগত

স্যার: এত দিন কেন

আমি; স্যার একটু দরকার আছে

স্যার: ওকে যাও দিলাম

তারপর আমি বাসাতে এসে মিমকে বললাম

আমি: মিম এই মিম

মিম: কি হইছে এত চিল্লাইতে ছো কেন

আমি: যাও রেডি হও

মিম: কেন কোথায় যাব আমরা

আমি: কাজ শেষ এখন বাসাতে চলে যাব

মিম: সত্যি

আমি: হুম সত্যি

মিম: তুমি দাড়াও আমি পাচ মিনিট এর মধ্যে রেডি হয়ে আসতেছি

আমি: ওকে যাও

তারপর মিম চলে গেল আমি আমার সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। মিম ওর সব কিছু নিয়ে এসে বললো

মিম: হুম চলো আমি রেডি

আমি’: এত তাড়াতাড়ি রেডি হলো

মিম: হুম চলো ত এখন

আমি: হুম চলো

তারপর আমরা দুজনে গাড়িতে এসে বসলাম গাড়ি চলতেছে তার আপন গতিতে

কিন্তু একটা জিনিস আমি লক্ষ করলাম যে মিমকে কেন যানি খুব হাসি খুশি লাগতেছে। তাই ওকে বললাম

আমি: আচ্ছা তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন

মিম: কই নাত

আমি: সত্যি করে বল তো কি হয়েছে

মিম: আরে কিছু হয়নি তো

আমি: বলবা কি না

মিম: ওকে বাবা বলতেছি

আমি: বলো তাহলে

মিম: আজকে বাসায় যাওয়ার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে

আমি: কি সেটা

মিম: না সেটা তো বলা যাবে না

আমি: ও

মিম: হুম। এখন চলো তো চুপ চাপ হয়ে

আমরা রাত ১১ টায় বাসাতে এসে পৌছাই। সেদিন আর মিমের সাথে ভাল করে কথা হয় না

আমি এসে আমার রুম এ ঘুমাই ও ওর রুম এ ঘুমাই। সকাল সকাল মিম এর ডাকে ঘুম ভাংলো

মিম: মাসুমমমম

আমি: ওই এত ষাড় এর মত চিল্লাছ কেন

মিম: কতক্ষণ ধরে ডাকতেছি শুনতে পাও নি

আমি: না তো

মিম: ও ভালই তো

আমি: আচ্ছা বলো এখন কেন এভাবে ডাকতেছো

মিম: বাবা তোমাকে ডাকতেছে

আমি: কেন

মিম: সেটা কি আমাকে বলছে নাকি

আমি: কোথায় মামা

মিম: ওনার রুম এ

আমি: এখনি যেতে হবে

মিম: তোমাকে কি যেতে বলছি আমি

আমি: হ্যা

মিম: তাহলে তাড়াতাড়ি যাও

আমি; ওকে বাবা যাইতেছি

তারপর আমি ফ্রেশ হয়ে মামার রুম এ আসলাম এসে বললাম

আমি: মামা ডাকছেন আমাকে

মামা: হ্যা বাবা তোমাকে একটা কথা বলতাম

আমি: জি বলেন

মামা; আসলে হয়েছে কি

আমি: জি বলেন

মামা: মিম তো তোমাকে খুব পছন্দ করে তাই আর কি বলছিলাম

আমি: কি মামা

মামা: তুমি যদি ওকে বিয়ে করতে।

আমি: আপনার যেটা ভাল হয় আপনি সেটাই করেন

মামা; না মানে তোমার ওকে কেমন লাগে এটা তো বললা না

আমি’ : মামা ওকে আমার খুব ভাল লাগে

মামা: তাহলে আমি সবার সাথে কথা বলে বিয়ের দিন কাল ঠিক করি

আমি: ওকে মামা করেন আপনি

বলেই আমি মামার রুম থেকে আমার রুম এ চলে আসলাম এসেই বিছানাতে শুয়ে পড়লাম।কিছুক্ষন

পড়ে মিম আমার রুম এ খাবার নিয়ে ঢুকলো,,, ও আমার কাছে এসে বললো

মিম: আচ্ছা কি বললো বাবা

আমি: তেমন কিছু না

মিম: বলো না কি বললো বাবা

আমি: তাহলে আমার একটু কাছে আসে

মিম: কেন

আমি: তোমাকে একটু জড়িয়ে ধরে বলি

মিম: হুম আসলাম এখন বলো

আমি মিম কে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে বললাম

আমি: তোমার বাবা

মিম: আমার বাবা

আমি: তোমার আর আমার

মিম: হুম আমার আর তোমার

আমি: বিয়ের কথা বললো

মিমম কথাটা শুনার সাথে সাথে খুবেই উত্তেজিত হয়ে আমাকে খুব জোড়ে জরিয়ে ধরে বললো

মিম: সত্যি বলতেছো

আমি: হুম সত্যি বলতেছি

মিম: তা কোন দিন বিয়ে

আমি: সেটা বলে নাই

মিম: কেন

আমি: ওনি সবার সাথে কথা বলে ডেট টা জানিয়ে দিবে

মিম: ও

আমি: হুম

মিম; ওকে ছাড় এখন আমাকে উঠতে হবে

আমি: কেন

মিম: বাসায় অনেক কাছ আছে করতে হবে

আমি: ওই না গেলে হয় না

মিম: কেন

আমি; একটু আদর করতাম

মিম: না সব আদর বিয়ের পর দিয়ো ওকে

বলেই মিম এক দৌড় দিয়ে আমার রুম থেকে চলে গেল

ঠিক ৩ দিন পড়ে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো

আর সেই তারিখ টা হলো আজে। আর আজকে আমাদের বিয়ে

বিয়ে সমস্ত কাজ টাজ শেষ করে এখন আমরা দুজনে আমাদের রুম এ চলে আসলাম

রুম টাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিম এর দিকে তাকিয়ে দেখি সে অনেক হাসি খুশি

আমি: ওই এত হাসতেছ কেন

মিম: আমার না কেমন জানি লাগতেছে

আমি: কেমন লাগতেছে

মিম: কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে

আমি: ও তাই বুজি

মিম: হুম

আমি: তাহলে আসো তো তোমার লজ্জা টা একটু ভেংগে দেই

মিম: এখনেই শুরু করবা

আমি: হুম

মিম: একটু দেরিতে করলে হয় না

আমি: আরে আসো তো কাছে এমনি তেই অনেক দেরি হয়ে গেছে

মিম; হুম আসলাম কাছে দেখব আজকে কত টা আদর করতে পার আমাকে( একটু ডং করে বললো কথাটা)

ও কথাটা বলা শেষ নাই করতে আমি মিম কে জড়িয়ে ধরে আসতে আসতে হারিয়ে গেলাম অজানা এক সুখের সাগরে।


আরে থামেন থামেন আপনারা আর কি দেখান যান এখন অনেক তো দেখলেন

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *