আমি রুম থেকে বের হয়ে সোজা অফিস এ চলে গেলাম। অফিস এর কিছু কাজ করে বাসাতে চলে আসলাম
।
এসে দেখি মিম রান্না করে খাবার নিয়ে বসে আছে। আমি আসার পর দুজনে এক সাথে খাওয়া করে ঘুড়তে বের হলাম
।
৫ দিন সময় লাগলো আমাদের অপারেশন টা শেষ করতে। এখন আমাকে বাড়ি চলে আসতে হবে তাই আমি স্যারের রুম এ গিয়ে বললাম
।
আমি: আসতে পারি
।
স্যার: হ্যা আসো
।
আমি: স্যার আমার ১ টা মাস এর জন্য ছুটি লাগত
।
স্যার: এত দিন কেন
।
আমি; স্যার একটু দরকার আছে
।
স্যার: ওকে যাও দিলাম
।
তারপর আমি বাসাতে এসে মিমকে বললাম
।
আমি: মিম এই মিম
।
মিম: কি হইছে এত চিল্লাইতে ছো কেন
।
আমি: যাও রেডি হও
।
মিম: কেন কোথায় যাব আমরা
।
আমি: কাজ শেষ এখন বাসাতে চলে যাব
।
মিম: সত্যি
।
আমি: হুম সত্যি
।
মিম: তুমি দাড়াও আমি পাচ মিনিট এর মধ্যে রেডি হয়ে আসতেছি
।
আমি: ওকে যাও
।
তারপর মিম চলে গেল আমি আমার সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। মিম ওর সব কিছু নিয়ে এসে বললো
।
মিম: হুম চলো আমি রেডি
।
আমি’: এত তাড়াতাড়ি রেডি হলো
।
মিম: হুম চলো ত এখন
।
আমি: হুম চলো
।
তারপর আমরা দুজনে গাড়িতে এসে বসলাম গাড়ি চলতেছে তার আপন গতিতে
।
কিন্তু একটা জিনিস আমি লক্ষ করলাম যে মিমকে কেন যানি খুব হাসি খুশি লাগতেছে। তাই ওকে বললাম
।
আমি: আচ্ছা তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন
।
মিম: কই নাত
।
আমি: সত্যি করে বল তো কি হয়েছে
।
মিম: আরে কিছু হয়নি তো
।
আমি: বলবা কি না
।
মিম: ওকে বাবা বলতেছি
।
আমি: বলো তাহলে
।
মিম: আজকে বাসায় যাওয়ার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে
।
আমি: কি সেটা
।
মিম: না সেটা তো বলা যাবে না
।
আমি: ও
।
মিম: হুম। এখন চলো তো চুপ চাপ হয়ে
।
আমরা রাত ১১ টায় বাসাতে এসে পৌছাই। সেদিন আর মিমের সাথে ভাল করে কথা হয় না
।
আমি এসে আমার রুম এ ঘুমাই ও ওর রুম এ ঘুমাই। সকাল সকাল মিম এর ডাকে ঘুম ভাংলো
।
মিম: মাসুমমমম
।
আমি: ওই এত ষাড় এর মত চিল্লাছ কেন
।
মিম: কতক্ষণ ধরে ডাকতেছি শুনতে পাও নি
।
আমি: না তো
।
মিম: ও ভালই তো
।
আমি: আচ্ছা বলো এখন কেন এভাবে ডাকতেছো
।
মিম: বাবা তোমাকে ডাকতেছে
।
আমি: কেন
।
মিম: সেটা কি আমাকে বলছে নাকি
।
আমি: কোথায় মামা
।
মিম: ওনার রুম এ
।
আমি: এখনি যেতে হবে
।
মিম: তোমাকে কি যেতে বলছি আমি
।
আমি: হ্যা
।
মিম: তাহলে তাড়াতাড়ি যাও
।
আমি; ওকে বাবা যাইতেছি
।
তারপর আমি ফ্রেশ হয়ে মামার রুম এ আসলাম এসে বললাম
।
আমি: মামা ডাকছেন আমাকে
।
মামা: হ্যা বাবা তোমাকে একটা কথা বলতাম
।
আমি: জি বলেন
।
মামা; আসলে হয়েছে কি
।
আমি: জি বলেন
।
মামা: মিম তো তোমাকে খুব পছন্দ করে তাই আর কি বলছিলাম
।
আমি: কি মামা
।
মামা: তুমি যদি ওকে বিয়ে করতে।
।
আমি: আপনার যেটা ভাল হয় আপনি সেটাই করেন
।
মামা; না মানে তোমার ওকে কেমন লাগে এটা তো বললা না
।
আমি’ : মামা ওকে আমার খুব ভাল লাগে
।
মামা: তাহলে আমি সবার সাথে কথা বলে বিয়ের দিন কাল ঠিক করি
।
আমি: ওকে মামা করেন আপনি
।
বলেই আমি মামার রুম থেকে আমার রুম এ চলে আসলাম এসেই বিছানাতে শুয়ে পড়লাম।কিছুক্ষন
।
পড়ে মিম আমার রুম এ খাবার নিয়ে ঢুকলো,,, ও আমার কাছে এসে বললো
।
মিম: আচ্ছা কি বললো বাবা
।
আমি: তেমন কিছু না
।
মিম: বলো না কি বললো বাবা
।
আমি: তাহলে আমার একটু কাছে আসে
।
মিম: কেন
।
আমি: তোমাকে একটু জড়িয়ে ধরে বলি
।
মিম: হুম আসলাম এখন বলো
।
আমি মিম কে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে বললাম
।
আমি: তোমার বাবা
।
মিম: আমার বাবা
।
আমি: তোমার আর আমার
।
মিম: হুম আমার আর তোমার
।
আমি: বিয়ের কথা বললো
।
মিমম কথাটা শুনার সাথে সাথে খুবেই উত্তেজিত হয়ে আমাকে খুব জোড়ে জরিয়ে ধরে বললো
।
মিম: সত্যি বলতেছো
।
আমি: হুম সত্যি বলতেছি
।
মিম: তা কোন দিন বিয়ে
।
আমি: সেটা বলে নাই
।
মিম: কেন
।
আমি: ওনি সবার সাথে কথা বলে ডেট টা জানিয়ে দিবে
।
মিম: ও
।
আমি: হুম
।
মিম; ওকে ছাড় এখন আমাকে উঠতে হবে
।
আমি: কেন
।
মিম: বাসায় অনেক কাছ আছে করতে হবে
।
আমি: ওই না গেলে হয় না
।
মিম: কেন
।
আমি; একটু আদর করতাম
।
মিম: না সব আদর বিয়ের পর দিয়ো ওকে
।
বলেই মিম এক দৌড় দিয়ে আমার রুম থেকে চলে গেল
।
ঠিক ৩ দিন পড়ে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো
।
আর সেই তারিখ টা হলো আজে। আর আজকে আমাদের বিয়ে
।
বিয়ে সমস্ত কাজ টাজ শেষ করে এখন আমরা দুজনে আমাদের রুম এ চলে আসলাম
।
রুম টাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিম এর দিকে তাকিয়ে দেখি সে অনেক হাসি খুশি
।
আমি: ওই এত হাসতেছ কেন
।
মিম: আমার না কেমন জানি লাগতেছে
।
আমি: কেমন লাগতেছে
।
মিম: কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে
।
আমি: ও তাই বুজি
।
মিম: হুম
।
আমি: তাহলে আসো তো তোমার লজ্জা টা একটু ভেংগে দেই
।
মিম: এখনেই শুরু করবা
।
আমি: হুম
।
মিম: একটু দেরিতে করলে হয় না
।
আমি: আরে আসো তো কাছে এমনি তেই অনেক দেরি হয়ে গেছে
।
মিম; হুম আসলাম কাছে দেখব আজকে কত টা আদর করতে পার আমাকে( একটু ডং করে বললো কথাটা)
।
ও কথাটা বলা শেষ নাই করতে আমি মিম কে জড়িয়ে ধরে আসতে আসতে হারিয়ে গেলাম অজানা এক সুখের সাগরে।
।
।
আরে থামেন থামেন আপনারা আর কি দেখান যান এখন অনেক তো দেখলেন
।