মামাতো বোন যখন রোমান্টিক বউ পর্ব-০৯

আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা টা খুলে দিলাম। মামি ঘরে ঢুকে বললো

মামি: চলো সবাই এখন খেয়ে নাও।

আমি: আপনি জান মামি,, আমরা আসতেছি

মামি: দেরি করবা না,,, তাড়াতাড়ি চলে এসো?

আমি: ওকে মামি

বলেই আমি মিমকে আর নেহা কে নিয়ে খাবার জন্য আলাদা রুমে গেলাম

সেখানে গিয়ে তো আমি একেবেরেই পুরা থ হয়ে গেলাম কারন

সেখানে রিপা আছে ওর সাথে ওর বাবা মা ও আছে

ও আচ্ছা আপনারা ভাবতেছেন এই রিপাটা আবার কে তাহলে চলেন বলতেছি

এই রিপা হলো আমার X girlfriend! এস এস সি পরিক্ষা দেয়ার সময় রিপার

সাথে আমার পরিচয় হয়েছিলো। ও আর আমি দুজনেই এক টেবিলে

পরিক্ষা দিয়েছি। এই সূত্র ধরে ধিরে ধিরে রিপার সাথে আমার গড়ে উঠে একটা প্রেম এর সম্পর্ক।

কিছুদিন ওর সাথে ভালো ভাবে রিলেশন চলার পরেই কেন যেন ও হঠাৎ করেই পাল্টে যেতে থাকে।

আমার সাথে খারাপ ব্যাবহার করে আগের মত দেখা করে না কথা বলে না।

হঠাৎ করেই একদিন দেখতে পাই,, রিপা অন্য আর একটি ছেলের সাথে রিক্সায় করে ঘুরতেছে।

এটা দেখে তো আমার আসমান ভেংগে যেন মাথায় পড়লো। কেননা কি ভাবে ও পারলো আমার সাথে এভাবে ছলোনা করতে।

এখন তো বুঝলেন কেন আমি থ হয়ে দাড়িয়ে ছিলাম।

মিম আমার হাত ধরে টান দিয়ে রিপার সামনের চেয়ার টাতে বসালো

কিছুক্ষন পরে মামি এসে খাবার দিলো মামি ও আমাদের সাথে বসলো

খাওয়ার এক পর্যায়ে মামি বলে উঠলো

মামি: মাসুম, এনি হচ্ছে মি: মারুফ তোমার বাবার ছোট কাল থেকে পাশে ছিলেন

আমি: আসছালামু আলাইকুম আংকেল

আংকেল: ওয়াআলাইকুম আসছালাম। বাবা তুমি মাসুম!

আমি: জি আংকেল

আংকেল: বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো। তা বর্তমানে কি করতেছো

আমি: জি আংকেল এবারে অনার্স কমপ্লিট হবে

আংকেল: ও হ্যা বাবা ও হচ্ছে আমার মেয়ে রিপা। আর ইনি হচ্ছে তোমার চাচি

আমি: হায়

রিপা: হ্যালো

পাশ থেকে মিম হঠাৎ করে বলে উঠলো

মিম: এখন তোমরা খাবে না গল্প করবে।

মিমের এই কথা শুনে সবাই চুপ চাপ খেতে লাগলো

আমি আড়াল চোখ এ মিম এর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখ কেন জানি লাল হয়ে গেছে।।

ও খুব রেগে আছে মনে হয় যেন এখনেই ফেটে যাবে

তারপর আমরা সবাই খেয়ে খাওয়ার টেবিল থেকে উঠলাম

উঠার পর মিম আমাকে বললো।।।

মিম: চলো এখন

আমি: কোথায় যাবে

মিম: পাশের রুম এ গিয়ে বসে থাকি আর আম্মুরা চলে আসলেই আমরা বাড়িতে চলে যাবো

আম্মু: হ্যা মাসুম তোমরা একটু বসে গল্প করো আমরা দেখা করে আসতেছি

আংকেল: রিপা তুমি ও ওদের সাথে থাকো

রিপা: ওকে আব্বু

তারপর আমরা সবাই মিলে পাশের রুম এ চলে আসলাম।

রিপা: আমি রিপা এবার এ অনার্স ফাইনাল ইয়ার

মিম: আমি মিম! আমি ও ফাইনাল ইয়ার

রিপা: তা ও আপনার কি হয়( আমাকে দেখিয়ে দিয়ে বললো)

মিম: ও আমার বয়ফ্রেন্ড♥

আমি তো মিমের কথা শুনে ওর মুখের দিকে তাকালাম।।🤔

দেখলাম মিমের সমস্ত রাগ যেন কোথায় হারিয়ে গেলো

এখন আবার আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেছে

রিপা: ও কত দিন এর সম্পর্ক তোমাদের

মিম: এই তো ২ বসর

রিপা: ও ভালো

কিছুক্ষন নিরবতার পর কোথা থেকে যেন মামি এসে মিম কে ডাক দিলো

মামি: মিম এই মিম

মিম: কি হয়েছে,, ডাকতেছো কেনো??

মামি: আয় তো একটু

মিম: কেন

মামি: তোর আংকেল এর সাথে দেখা করে যা আমরা তো চলে যাবো তাই( আংকেল হচ্ছে মামমির বান্ধবির স্বামী)

মিম: ওকে আসতেছি

বলেই মিম চলে গেলো আমি আর রিপা ঘরের মধ্যে। রিপাই নিরবতা ভেংগে বললো

রিপা: কেমন আছো

আমি: আছি যে রকম আগে ছিলাম এখনো ও রকম এই আছি। তুমি কেমন আছো?

রিপা: আছি ভালোই আছি

আমি: ও তা তোমার বয়ফ্রেন্ড এর কি খবর

রিপা: নাই

আমি: কেন

রিপা: ও আমাকে ধোকা দিছে আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে

আমি: ও তা এখন কি অবস্থা। কত দিন আগের ঘটনা এটা

রিপা: ইন্টার এর পরিক্ষার পর। যাই হোক মিমের সাথে রিলেশন হলো কিভাবে

আমি: আরে ওর সাথে কোন রিলেশন নাই। ও আমার মামাতো বোন

রিপা: কেন শুধু শুধু আমাকে মিথ্যা বলতেছো

আমি: আরে সত্যি বলতেছি ওকে আমি এখনো বলি নাই যে ভালোবাসি

রিপা: মেয়েটা খুব ভালো আছে রাজি হয়ে যাও

আমি: না

রিপা: কেন

আমি: আর নতুন করে কারো মায়ায় জড়াতে চাই না আমি

রিপা: সবাই তো আর আমার মতো ঠক বাটপার না, মিম সত্যি তোমাকে লাভ করে

আমি: তুমি কিভাবে বুঝলা

রিপা: কারন ও তোমার সাথে আমার কথা বলাটা সহ্য করতে পারছে না

আর এটাই হচ্ছে আসল ভালোবাসা

আমি: আমি যে আর নতুন করে স্বপ্ন দেখতে চাই না

রিপা: কেন তুমি পাগলামো করছো

আমি: আমি পাগল তো তাই

রিপা: মাসুম দেখ কারো জন্য জীবন কিন্তু থেমে থাকে না

আমি: সেটা তো জানি

রিপা: তাহলে কেন তুমি আগের সৃতি গুলো নিয়ে পড়ে আছো

আমি: ভুলতে যে পারি না তাই তো

রিপা: প্লিজ মাসুম, তুমি নতুন করে তোমার জীবন টাকে সাজাও

আমি: পারবো না যে

রিপা: চেষ্টা করো অবশ্যই পারবা

আমি: তুমি পাশে থাকলে হয়তো বা পারতাম

রিপা: মিম অনেক ভালো মেয়ে আর ও তোমাকে অনেক লাভ করে

আমি: কিন্তু আমি যে পারি না ওকে লাভ করতে

রিপা: তুমি মন থেকে ভেবে দেখ সত্যি তুমি ওকেই ভালোবাস

আমি: কিন্তু আমার মন তো ওর উপর বসে না

রিপা: প্লিজ তোমার কাছে হাত জোর করতেছি জীবন টাকে নতুন করে সাজাও

আমি: বাদ দাও তো ওসব কথা এখন

এই কথা বলার সাথে সাথে রিপা বসা থেকে উঠে আমার কাছে এসে।

আমার হাতটি ধরে ওর হাতের উপর রেখে বলতেছে

রিপা: কথা দাও আমাকে মিমকে বিয়ে করে সুখে থাকবা

আমি: নিশ্চুপ

রিপা: মাসুম কথা বলো। মিমকে ভালোবাসবা, ওকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবা

আমি: নিশ্চুপ

রিপা: কথা দাও আমাকে

আমি: না মানে আ আ আমি।

এমন সময়ে মিম চলে আসলো,
আর এসেই তো

(চলবে)

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *