রিদি আর না পেরে মাটিতে একটা লাথি মেরে….
রিদি:- এই তুমি এমন কেন?
আমি- আমি খুব সুইট তাই না।
রিদি:- আমি কখনো বললাম সুইট
আমি- এই তো এইমাত্র বললে।
ও এবার হাল্কা ঠোঁটের কোনে হাসি এনে…..
রিদি:- এই তুমি কি কখনো রাগ করো নাকি? সবসময় শুধু আমায় হাসাও।
আমি- হিহিহি তোমায় রাগিয়ে ওই রাগান্বিত মায়াবী মুখটা দেখার আলাদাই মজা আবার তার থেকেও বেশি যখন তোমায় হাসায় তোমার ওই গালের ডিম্পেলটা দেখে আরো বেশি ভালো লাগে।
এবার আমার কলার ছেড়ে হাসতে হাসতে…..
রিদি:- যাও এখন, বাসার সামনে আছি কেউ দেখে ফেললে অসুবিধা আছে।
আমি- উহু যাবো না, নিয়ে গেলে তোমায় সাথে করেই নিয়ে যাবো।
রিদি:- পাগল নাকি তুমি যাও….
আমি- উহু
রিদি:- যাও বলতেছি
আমি এবার ওর দিকে তাকিয়ে মুখ বাঁকাতেই ও আমার গাল দুটো টেনে…..
রিদি:- ওরে পিচ্চিটা বুঝি রাগ করেছে।
আমি- নাহ, রাগ কেন করবো তুমি আমায় কে হও শুনি,,,,,,,,
রিদি:- হুম আমি তো কেউ না এবার যাও প্লিজ।
আমি- ধুর ভাল্লাগে না (হালকা রেগে)
এটা বলেই আমি বাইক স্টার্ট দিয়ে ওদের বাসা থেকে চলে এলাম।
রুমে এসে বিছানায় শুয়ে আছি পা গুলো দেওয়ালে রেখে নাচাচ্ছি আর ভাবছি শালা কাল এতো রাত জেগে মুভিগুলো দেখাই বেকার হলো। শালা ঘুমটাকেও বলি মাইরি একটু কন্ট্রোলে থাকতে পারিস না। শালা আমার সব নষ্ট দিলি।
__আব্বু আমার রুমের সামনে দিয়ে যাচ্ছি আমার পা দেওয়ালে দেখে আব্বু রুমে এসে চিৎকার করে……
আব্বু:- এই দেওয়ালে পা রেখেছিস কেন? রংটা উঠে গেলে কি তোর বাপ করবে (রেগে রেগে)
আমি আব্বুর দিকে তাকিয়ে…..
আমি- জ্বি তুমিই তো করবা তুমি এখন বাসার কর্তা না।
_ভাইরে আব্বু আমাকে একই দেখতে পারে না। তারমধ্যেই আমি আবার এতো রাগাচ্ছি।
আব্বু: এই আমি মানে?
আমি- জ্বি আব্বুজান তুমিই তো আমার আব্বু। বলছি শোনো না….
আব্বু:- হ্যাঁ বল…
আমি- বসো না বিছানায়।
আব্বু:- নাহ একদম না বিছানায় বসতে বলে কি না কি দাবী করবি ঠিক আছে।
__আচ্ছা ভাইয়ারা আপনারাই বলেন আব্বুর কাছে দাবী করবো না তো কার কাছে করবো। ওহ আচ্ছা শ্বশুর আব্বুর কাছে তো দাবী করাই যাই তাই না।
আমি- আচ্ছা বসো না যাও এবার।
আমার এরূপ কথাবার্তা শুনে আব্বু রেগে…..
আব্বু:- এই নাঈমের আম্মু একে আমার চোখের সামনে থেকে দূর করো না। আমাকে অপমান করছে জানো
আম্মু টিভি দেখতে দেখতে…..
আম্মু- এই দেখো বাজে বকবে না, আর সিরিয়াল দেখার সময় তোমার বকবক শুনতে ভালো লাগছে না।
আব্বু:- হ্যাঁ তাই তো লাগবে কেন? কি জন্য যে তোমায় বিয়ে করছিলাম আর তার সাথে এসেছে আমার এক সুপুত্র,,,,,,
আমি হাল্কা হেসে জামার কলারটা ঠিক করে…..
আমি- তাহলে এতোদিনে বুঝতে পারছো যে আমি এক সুপুত্র 😍
আব্বু: চুপ হারামী একটা (রেগে রেগে)
এটা বলেই আব্বু রেগে বেরিয়ে গেলো এই বলতে বলতে….
আব্বু: জীবনে বড়ো ভুল বিয়ে করা আর তার থেকেও বড়ো ভুল করেছি এর মতো একটা কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে। আল্লাহ গো এর মতো আর কারোর বাসায় সন্তান দিও না নয়তো আমাদের মতো তাদেরও জ্বলে পুড়ে মরতে হবে।
আব্বুর কথা শুনে আমি হাসছি আর ওদিকে আম্মু চিৎকার করে…
আম্মু: চুপ করবা নাকি আমাকে যেতে হবে।
আব্বু:- হ্যাঁ করছি তো, আগে তোমার ওই রাজপুত্রকে চুপ করতে বলো,,,,,,,
হিহিহি আমাকে আম্মু অনেক ভালোবাসে। আর আব্বু আম্মুর ঝগড়াটা তো মানে কি বলবো প্রতিদিনের আমার দেখা একটা সেরা মেগা সিরিয়াল। যখন লাগে না হেব্বি লাগে ঝগড়াটা আর আমি মাঝে মাঝে কাঠি করি মানে এদিক ওদিকের দোষ তুলে ধরি। আব্বু আম্মুকে একটু বেশিই ভয় করে কারন আব্বু আম্মুর লাভ ম্যারেজ আর লাভম্যারেজ মানেই জানেন তো দিনের শুরুতে শুধু ঝগড়া আর দিনের শেষে দুজন দুজনার প্রতি এতো ভালোবাসা। আব্বু আম্মু পুরাই লাভ বার্ডস, এখনো আব্বু প্রতিদিন বাইরে থেকে আম্মুকে ফুচকা এনে দেয় আম্মু বকে যে বাসায় এতো বড়ো পোলা আছে যদি সে দেখে কি বলবে? আব্বু হেসেহেসে বলে তাতে কি ভালোবেসেছি তোমায় ললনা তাই বলে কি প্রেম দেবো না।
_এখন বাজে সকাল ১১ টা আম্মু কিচেনে আছে আর আব্বু হয়তো নিউজ পেপার পড়ছে খুব খুদাও লাগছে। তাই আমি উঠে কিচেনের দিকে এগোলাম, কিচেনের দরজার কাছে গিয়েই শালা আমি অবাক, আমার বাসার লাভবার্ডস গুলো দেখি এখন প্রেম করতাছে, উরি উরি,,,,,,,
আব্বু দেখি আম্মুর আঁচলের খুঁট ধরে….
আব্বু:- এই শোনো না….
আম্মু: কি হয়ছে বলবা তো নাকি, তখন থেকে এই কথাই বারেবার বলছ,,,
আব্বু:- বলছি আজ একটু বাইরে যাবা, ওই পার্ক আর কি?
আম্মু:- উহুহুহুহু মতিচ্ছন্ন, এই বুড়ো বয়সে এতো প্রেম কেন হুম,
আব্বু:- বুড়ো তো কি হয়েছে ললনা তাই বলে কি প্রেম দেবো না।
ভাইরে আমি পুরাই শুনে অবাক আব্বুর শায়েরি শুনে।
আম্মু এবার হাল্কা হেসে….
আম্মু: উফ ছাড়ো না, নাঈম এসে গেলে কি হবে বলোতো?
আব্বু:- ও এখন রুমে আছে আসবে না।
এবার আব্বু আম্মুকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই….
আম্মু:- উহুহুহুহুহু, বলছি কিচেনে হচ্ছেটা কি?
আমি কাশি দিতেই আব্বু আম্মুকে ছেড়ে দিলো আর থতমত খেয়ে…
আব্বু:- কি আবার হবে? দেখতে পাচ্ছিস না তোর আম্মু রান্না করছে।
আমি- জ্বি আব্বু সে তো দেখতেই পাচ্ছি কিন্তু মশলাটা তুমিই মনে ঢালছো তাই না।
আব্বু আম্মু দুজনেই লজ্জা পেয়ে…..
আব্বু- এই কি যা তা বলছিস।
আমি হাল্কা হেসে….
আমি: আব্বু কিচেনেও রোমান্স
আব্বু এবার লজ্জা পেয়ে…..
আব্বু- নাঈমের আম্মু ওকে বলে দাও খুব খারাপ হচ্ছে কিন্তু।
আমি এবার চিল্লিয়ে…..
আমি- ওকে আমি আজ বাসাতে থাকবো না তোমরা যতো খুশি প্রেম ভালোবাসার গল্প করবা।
আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো।
স
আমি এবার আম্মুর কাছে গিয়ে আম্মুর কাঁধে মাথা রেখে….
আমি- আম্মু তুমি এই লোকটাকে কিভাবে পছন্দ করেছিলে, সবসময় রাগ দেখায়।
আম্মু হেসে আমার মুখে হাত দিয়ে…..
আম্মু:- রাগী মানুষদের মনটা খুব সরল হয়, তোর আব্বু যতোটা রাগী উপর থেকে ততোটাই সরল মনের ভেতর থেকে। দেখিস না আমার সাথে কখনো পারে না আর বেশি রাগাতেও চাই না।
আমি- জ্বি এই কারনেই রাগায় না আমার আম্মুটাকে এখনো খুব ভালোবাসে আমার রাগী আব্বুটা।
আম্মু লজ্জা পেয়ে…
আম্মু:- যাহ, কি বলিস না।
আমি- আচ্ছা বাদ দাও বলি খুদা লাগছে তো খেতে দিবা নাকি রুমে গিয়ে বসে থাকবো।
আম্মু:- টেবিলে বস। খাবার নিয়ে যাচ্ছি আর সকালে তো ব্রেকফাস্টও করিসনি।
আমি- ওকে যাচ্ছি।
(এই গল্পের মধ্যে ফারিয়া নামের কেউ নাই, এইটা গল্প লেখার সময় ভুলে নামটা উঠে গেছে, ফারিয়া নামের জায়গায় রিদি হবে)
আমি এবার টেবিলে বসে খাওয়া শুরু করলাম, আব্বু তো আমার দিকে তাকাতেই পারছে না। লজ্জাতে হয় তো। আব্বু এবার বাইরে চলে গেলো। কিছুক্ষন পর আব্বু এসে আমার কান ধরে…
আব্বু- আমরা রোমান্স করি কিচেনে তাই না। আর তুমি বুঝি গাড়িতে করো উম হারামী একটা।
আমি: নাম কি আব্বু আর কোন মেয়ে?
আম্মু: রিদি নাম তোদের কোম্পানীর কি যেন একটা ও।
__ও ভাইসাব রিদি আসছে। ওমাগো টুরু ভালোবাসার টানে আমায় রিসিভ করতে আসছেরে।
আম্মু এবার কিচেন থেকে ছুটে এসে আব্বুর হাত ধরে……
আম্মু:- আহহহহহহহহ হচ্ছেটা কি? ছাড়ো ওর কান ছাড়ো (রেগে রেগে)
আব্বু- দেখো বাইরে গিয়ে তোমার ছেলে কোন মেয়ের সাথে বাইরে যাবে, সে বাসার সামনে এসে অপেক্ষা করছে।
আম্মু দৌড়ে বাইরে গিয়ে উঁকি মেরে আমার কাছে এসে……
আম্মু:- চলবে…..
আমি আম্মুর দিকে তাকিয়ে….
আমি- চলবে মানে? (অবাক হয়ে)
আম্মু:- আমার পছন্দ মেয়েটাকে, খুব সুন্দররে মেয়েটা, নাঈম তুই আমায় আগে কেন বলিসনি। বিয়ে দিলে ওই মেয়ের সাথেই দিবো। তারপর তোদের একটা বেবি হবে। আমরা দুজন কোলে নিয়ে খেলা করবো।
__আমি তো আম্মুর কথা শুনে পুরাই হতাশ, শালা গরু হাট থেকে কিনে আনায় হলো না এদিকে কেউ দুধ নেবে কে ছানা নেবে সে নিয়ে তর্কাতর্কি,,,,,,
আমি- উফ আম্মু চুপ করো তো।
আমি এবার হাতটা ধুতে লাগলাম আর আম্মু গাল ফুঁলিয়ে….
————–চলবে না দৌড়াবে————–