অফিসের বস যখন রোমান্টিক বউ পর্ব-১০


রিদির আব্বু আমার কাছে এসে……
রিদির আব্বু:- কি ব্যাপার? তুমি ওকে ওভাবে তুলে ঘুরাচ্ছিলে কেন?
আমি- জ্বি জ্বি মানে আঙ্কেল ডক্টর আমায় বলেছে প্রতিদিন কাউকে কোলে তুলে ঘুরাতে, তাই আর কি?
রিদির আব্বু:- ফাজলামো হচ্ছে (রেগে রেগে)
আমি- জ্বি জ্বি জ্বি না বস।

রিদি এবার ওর আব্বুর হাত ধরে……
রিদি- আব্বু ও তো আমার ব্রেস্টফ্রেন্ড, ও তাই এমন একটু আধতু ফাজলামি করে প্লিজ ওকে মাফ করে দাও।

রিদির আব্বু আর একটা কথা না বলে সোজা বের হয়ে গেলো অফিস থেকে।
রিদি এবার রেগে কোমড়ে হাত দিয়ে….
রিদি: বেশ তো রাগ দেখিয়ে বেরিয়ে গিয়েছিলে, আবার এখন এলে কেন শুনি? (হালকা রেগে গিয়ে বলল)
আমি: হিহিহি আমার কেবিনে অক্সিজেন পাচ্ছিলাম না তাই এখানে আসতেই হলো।
রিদি আবারও রেগে…..
রিদি- দেখো এসব ফ্লাট করে লাভ নাই।
আমি: জ্বি জানি এখন ফ্লাট করে লাভটাই বা কি? তুমি তো অলরেডি পটে গেছো।
রিদি অভিমান করে মুখ বাঁকিয়ে….
রিদি- কে বলেছে আমি পটে গেছি হুম।
আমি- ওকে না পটলে এবার ফেটে যাও বোমের মতো।
রিদি- যাও এখন কেবিনে যাও, আব্বু আবারো আসতে পারে।
আমি- নাহ যাবো না।
রিদি- উফ যাও না।

মেয়েটা এবার খুব হাসছে। খুব মিষ্টি লাগছে মেয়েটাকে। আমি রিদির কাছে গিয়ে….
আমি:- অফিস শেষে ডেটে যাবো।
রিদি:- না আমার সময় নেই।
আমি- না থাকলে আমি তুলে নিয়ে যাবো।
রিদি:- উহু, ওই তো কঞ্চির মতো বডি আমায় তুলে নিয়ে যেতে পারবা।
আমি- হিহিহি তাতে কি? তুমি তো এখন স্বীকার করলা আমার সাথে যেতে চাও।
রিদি:- পাগল একটা।

আবারও ওর আব্বু এলো, আমাদের দুজনকে দেখে রেগে….
রিদির আব্বু: এই অভ্র তোমার কাজ নেই নাকি (রেগে গিয়ে)
আমি- জ্বি আছে তো আপনার জন্য টাকে চুল আনা তেলের খোঁজ করা, আর আপনার মেয়ের জন্য
রিদির আব্বু:- মেয়ের জন্য কিহহহহ (রেগে রেগে)
আমি- কিছু না বডিগার্ড

__আমি এবার চলে এলাম, অফিস সেরে ওয়েট করছে পার্কিং স্লটে পার্কে যাওয়ার জন্য। আজ ওকে প্রোপজটা করেই ফেলবো। না না ও যদি না বলে, দূর আমাকে আবার না বলতে পারে নাকি, আমি তো রোমান্টিকও না, যে রোমান্টিক স্টাইলে প্রোপজ করমু। দূর আজ নয় কাল করমু, কাল এমনিতেই অফিস ছুটি,,,,,,,,

_আমি বাসায় চলে এলাম এবার।
বাসা যাবো বলে বাইকে চাপবো ঠিক তখনই রিদি ডাক দিলো..
রিদি: নাঈমমমমমমমমম

আমি বাইক চেপেই ওর কাছে গিয়ে দাঁড়িয়ে….
আমি- জ্বি কি বলবা বলো?
রিদি:- কি বলবা মানে তুমিই তো ডাকলা আমায় অফিস শেষে নাকি তুমি…..

আমি রিদির দিকে মিটিমিটি করে তাকিয়ে হাসলাম রিদি
আমি- তারমানে ডেটে যাবা,,,,,,,

__রিদি লজ্জায় মাথা নিচু করে মাটিতে পা ঘঁষতে ঘঁষতে…
রিদি:- নাহ আমি তা কখন বললাম।
আমি- তোমায় তো আমি ডেটে যাওয়ার জন্য আমার সাথে দেখা করতে বলেছিলাম, আমার সাথে কথা বলার জন্য তো নয়।

রিদি একটু রাগ দেখিয়ে….
রিদি: কে বলেছে আমি ডেটে যাবো,,,,,

আমি: তাহলে কেন ডাকলে শুনি?
রিদি এবার আমতাআমতা করে….
রিদি:- না না না মানে আমিমিমি তো তোমার বস, আমার তো ডাকার অধিকার আছে তাই না।
আমি: শুধুই বস, একটু হবু বৌ এর অধিকারটা খাটাও না।

রিদি এবার মুখটা অন্যদিক করে নিলো সাথে সাথে। মনে হয় লজ্জা পেয়েছে, আবারো আমার দিকে তাকিয়ে মুচকি হেসে….
রিদি:- নাহ, বলছি কাল তুমি ফ্রি আছো?
আমি- জ্বি আছি, প্রেম করতে যাবা আমায় নিয়ে তাই তো।
রিদি:- জ্বি।
আমি- তারমানে,,,,,,,

রিদি আবারো লজ্জা পেয়ে আমতাআমতা করে….
রিদি:- না না না কাজ আছে তারজন্য।
আমি হাল্কা হেসে রিদির চোখে চোখ রেখে…..
আমি- খুব ইচ্ছে হয় তোমার ওই চুলের খোঁপায় একটা বেলি ফুলের মালা লাগিয়ে দেওয়ার।
রিদি আর লজ্জায় না থাকতে পেরে…
রিদি: পাগল একটা, আমি বাসায় যাবো।
আমি- তা যাও, আমায় কেন বলতে হবে?
রিদি:- না বলে যাওয়া উচিত।
আমি: ওমা আমি তো ভুলেই গিয়েছিলাম বৌ যখন বাপের বাসায় যায় তখন তো জামাই এর কাছ থেকে পারমিশন নেই, পারমিশন দিলাম যাও আর হ্যাঁ বেশিদিন থাকবা না কিন্তু।
রিদি এবার আমার গাল টেনে……
রিদি:- খুব দুষ্টু হয়েছো তাই না। (হেসে হেসে)
আমি- জ্বি এটা তো ট্রেলার, দুষ্টামি তো বাসররাতে দেখাবো, ফুল পিকচার।

__রিদি আর লজ্জায় না থাকতে পেরে আমার দিকে হাত দেখিয়ে ইশারা করলো মেরে ফেলবো। এবার ও গাড়িতে চেপে গেলো। আমিও বাইক নিয়ে টাটা করে দিয়ে বাসায় চলে এলাম,,,,,,,,,,,,

_বাসায় এসে দেখলাম আব্বু আম্মু এসে গেছে যাক আমায় আর ভাতের ঝোল খাওয়া লাগবে না।
বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া রুমে সের বসে আছি। এমন সময় আম্মু এসে……

আম্মু- অভ্র…..
আমি- জ্বি।
আম্মু: ভেতরে আসবো।
আমি- জ্বি আম্মু আসো।
আম্মু এবার ভেতরে আসতেই….
আমি: বলো কি বলবা?
আম্মু: তোর জন্য জামা এনেছি দেখ তো তোর পছন্দ কিনা,,,,,,,,

_এটা বলে আমায় জামার প্যাকেটটা ধরিয়ে দিলো। আমি এবার জামাটা পড়তেই খুব রেগে গেলাম, শালা জামাটা এতো বড়ো কেউ নেয়।
আমি: আম্মু আমার এই জামা পছন্দ না।
আম্মু: কেন?
— আম্মু এই জামা তো আমার বডি ফিটিং এ আসছে না আর লম্বাতেও হচ্ছে না।
— আরে বাবা দুইসাইজ বড়ো নিলাম, দিনদিন বড়ো হচ্ছিস না।
ভাইরে কথাটা শুনে আমার গোটা শরীর জ্বলছে। বাপ মা গুলো কেন এমন হয় ভাই শালা জামা আনলে এক সাইজ দুইসাইজ করে বড়ো আনবে।

আমি রেগে জামাটা খুলে…..
আমি- আর কতো বড়ো হবো হুম পাঁচ ফিট ৯ ইঞ্চি এখনই লম্বা। তোমার কি চাও আমি তাল গাছের মতো লম্বা হয়। (রেগে রেগে)
আম্মু: আহ তুই রেগে যাচ্ছিস কেন,,,,,
আমি: আম্মু তুমি যাও তো (রেগে রেগে)
আম্মু- জামাটা রেখে গেলাম।
আমি: নাহহহহহহহহহ, এটাকে নিয়ে যাও নয়তো আমি ছুড়ে ফেলে দেবো জানালা দিয়ে।

তখনই আব্বুর তর্জন গর্জন শুনতে পেলাম….
আব্বু- নিজেকে তো কিনতে হয়নি তাহলে মর্ম বুঝবি কি? যখন কিনতে হবে তখন বুঝবি।

আমিও রেগে চিৎকার করে……
আমি- যখন কিনতে হবে দেখা যাবে। চুপ করো এখন।

__এবার আম্মুকে আমি পাঠিয়ে দিলাম।
শালা এমন কেউ করে নাকি ভাই, জামা আনছে তাও আবার বড়ো,,,,,

রাতে ডিনার না করেই এক থালা মুড়ি নিয়ে বসে পড়লাম টিভির সামনে, শুধু রোমান্টিক মুভির সিন চলতেছে, আহহহ শালা আমি একটা জিনিস বুঝতে পারি না মুভিতে নায়ক নায়িকা যতোই গরীব হোক না কেন কিন্তু নাচতে ঠিকই বিদেশে যাবে,,,,,,,,,
( গল্পের মধ্যে ফারিয়া নামের কেউ নাই, এইটা গল্প লেখার সময় ভুলে নামটা উঠে গেছে, ফারিয়া নামের জায়গায় রিদি হবে)
__প্রায় ৬ টা মুভি দেখলাম বেশ ভালো ভালো রোমান্টিক কথাগুলো নোট করে নিলাম একটা খাতায়।
টিভি অফ করে বারেবারে ওগুলো পড়ে মুখস্থ করছি, হিহিহি কাল তো রিদিকে প্রোপজ করা লাগবে, ইশ কি লজ্জা লাগছে ভাবতেই,,,,,,,,,

__শুয়ে শুয়ে পড়ছি আমি লেখাগুলো আর ফোনে স্ক্রিনে ভেসে উঠলো রিদির নামটা, কল দিয়েছে, আমি ফোন রিসিভ করে কানের কাছে রাখতেই…..
রিদি:- হ্যালো,,,,,,,,
আমি: উফ জানটা শান্তি হয়ে গেলো তোমার ওই মিষ্টি ভয়েসটা শুনতেই,,,,
রিদি: তাই।
আমি- জ্বি, একটু হাসো না।
রিদি: কেন?
আমি- উহুহু হাসো না।
রিদি: হিহিহি।
আমি: উফ বুকের বাম পাশটা আরো বেশি শান্তি পেলো।
রিদি:- হিহিহি তাই নাকি।
আমি: হুম।
রিদি: কি করো?
আমি- কাল তোমায় প্রপোজ করবো কি বলে প্রপোজ করবো সেগুলা পড়ে মুখস্থ করছি।

রিদি হো হো করে হেসে…….
রিদি:- হাহাহাহা, আমি তো এক্সেপ্ট করবো না।
আমি: না করলে আমার কি?
রিদি:- মানে?
আমি:- বলেছি না তোমায় তুলে নিয়ে এসেও হলে বিয়ে করমু।
রিদি: উম গুন্ডা নাকি।
আমি:- জ্বি তোমার জন্য গুন্ডাও হতে পারি আবার ও কাম বেবি গাওয়া গানের গায়ক হিরো আলমও হতে পারি।

রিদি:- হাহাহা, পাগল তুমি একটা।
আমি- জ্বি জানি তো, তবে তোমায় পাওয়ার জন্য।
রিদি:- তাই।
আমি- হুম, আচ্ছা শোনো আমি না একজনকে ভালোবাসি। কে জানো?
আমি- জ্বি জানি কাকে ভালোবাসো।

আমি হাল্কা হেসে….
আমি: তুমি না বুঝলে না।
রিদির মুখের হাসিটা সাথে সাথে কোথাও যেন গায়েব হয়ে গেলো।
রিদি: আমি না মানে……
আমি- জ্বি তুমি না…..
রিদি:- ওহ গুড,
এটা বলেই ফোন কেটে দিলো। শালা রেগে কষ্ট পাইছেরে। একটু মজাও কি করা যাবে না নাকি। আমি আবার ফোন করলাম কিন্তু মহারানী তুললো না প্রায় ৮বার ফোন করার পর ফোন রিসিভ করেই…….

————–চলবে না দৌড়াবে————–

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *