পাশের বাসার মেয়ে যখন রোমান্টিক বউ শেষ পর্ব
ছাদ থেকে নীচে নামতেই সবার সামনে আমার আমাকে ঝাড়ি দেওয়া শুরু হলো, বুঝতেই পারছেন ঝাড়িটা কে দিচ্ছে — তোর এতোটুকু সেন্স নেই, হুম আমি কতোদিকে সামলাবো। (আব্বু)আমি আব্বুর কাছে গিয়ে…— এই তো আমি এসে গেছি যাও তুমি রেস্ট নাও।(আমি)— রেস্ট নাও, তুমি কতো কাজ করবে সেটা আমার জানা আছে — আচ্ছা রেস্ট নেওয়া লাগবে না,…