সিনিয়র খালাত বোন যখন বউ

-ও খালা কই গো তুমি,দেখো তুমার জামাই আসছে।(আমি)

  • ওই জামাই মানে কি তুই আবার এই বাড়ির জামাই কবে হইলি!কানের নিচে একটা দিমু! খালাতো বোন ঈশিকা কথাটা বললো।
  • হতে কতক্ষণ বউ!😉,(আমি)

-ওই তরা থামবি ছেলেটার খিদে পাইছে, খাবার চাইতেছে দেওয়া বাদে ঝগরা লাগাইছস!(খালা)

  • তুমার ইচ্ছা হলে খাবার দাও আমি দিতে পারবো না।(ঈশিকা)
    -তুই ভাগ এখান থেকে, খালা দাও তো খাবার দাও(আমি)

-বস বাবা দিতাছি,(খালা)

  • আমি খাবার টেবিলে বসলাম।

এর মাঝে আপনাদের পরিচয় টা দেই,গরিব বাবার প্রথম সন্তান আমি,আর ঈশিকা হলো আমার খালাত বোন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে,আর আমি সবে মাত্র এস, এস, সি পরিক্ষা দিলাম,খালারা অনেক বড়লোক,
আমি ঈশিকাকে ভালোবাসি,যখনই বলি,ভালবাসার বউপহার হিসেবে পাই একটা থাপ্পর!

  • আমি খাইতেছি,আমার খাওয়া দেখে ঈশিকা জ্বলছে! কারন খালা নিজ হাতে খাবার বেড়ে দিতাছে,আর ঈশিকার তো নিজ হাতে খাবার বেড়ে খেতে হয়।
  • আমি ঈশিকার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম,
  • আর সেটা দেখে ঈশিকা মুখটা গুমরা করে রুমে চলে গেলো!

-খাওয়াদাওয়া শেষে ঈশিকার রুমে গেলাম,বউ কি করো? (আমি)

  • আবার আসছস বের হ আমার রুম থেকে!(ঈশিকা)

-আমার বউ এর রুম থেকে আমি বের হবো কেনো!
আমি বিছানায় ধপাস করে শুয়ে পরলাম,আর বললাম মাথাটা ব্যাথা করছে একটু টিপে দিবা?(আমি)

  • আর একটা কথা বললে ঘর থেকে বের করে দিবো,(ঈশিকা)

আমি শুয়ে থাকতেই কখন জানি ঘুমিয়ে গেছি,খেয়াল নেই।

  • এই ওঠ,আমাকে ধাক্কা দিয়ে বলতাছে। (ঈশিকা)
  • কি হইছে বউ একটু সান্তিতে ঘুমাতে দিবা না,(আমি)
  • রাত ১০ টা বাজে, ঘুমাইছস বিকাল ৪ টা সময়!এবার ওঠ বাসায় যা,আমি ঘুমাবো।(ঈশিকা)

আমাদের বাসা আর ঈশিকা দের বাসা কাছাকাছি,

তাই ওঠে খালাকে বলে চলে আসলাম।খালা ডিনার করতে বললো, কিন্তু আমি চলে আসলাম।

বাসায় আসার পর,

  • নবাব সাহেব তাহলে বাসায় ফিরলো?(,বাবা)
  • আমি চুপচাপ ঘরে ঢুকে বিছানায় শুয়ে পরলাম।
    আজ কেনো জানি প্রচুর ঘুম পাইতাছে!তাই ঘুমিয়ে পরলাম।
    পরদিন সকালে ঘুম থেকে ওঠে,ফ্রেস হয়ে নাস্তা করে ,বাসা থেকে বের হলাম,এখন কাজ একটাই ঈশিকার পিছন পিছন কলেজে যাওয়া,

রাস্তায় দরিয়ে আছি ঈশিকার অপেক্ষায়, কিছুক্ষন পর ঈশিকা আসলো।

আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো!

-তুই আজকে আমার পেছন পেছন এসে দেখ তর খবর আছে,(ঈশিকা)

-আচ্ছা তাহলে আমি আজকে সামনে সামনে যাবো।😄
(আমি)

-আমার তো আর পড়াশোনা নেই এখন,তাই ঈশিকার সাথে কলেজে যাওয়া আসা আমার কাজ।আর মাঝে মাঝে আই লাভ ইউ বললে একটা করে থাপ্পড় বোনাস।🥴

এর মাঝে আমার এস এস সি পরিক্ষার রেজাল্ট এর দিন চলে আসলো।

যেদিন রেজাল্ট দিবে বাসা থেকে চলে আসছি কারন আজ বাসায় থাকা যাবে না,,কারন যে পরিক্ষা দিছি পাশ কপালে আছে কিনা সন্দেহ!

বিশেষ করে গনিত,, পাশ হইবে কিনা আল্লাহ জানে,

  • এদিক প্রায় সন্ধ্যা হয়ে আসলো,পেটে খুদাও বাড়ছে,তখনি ফোনটা বেজে উঠলো।
  • কিরে বাবা কই তুই,তুই পাশ করছস,তবে গনিতে
    D পাইছস,,আর তর Gpa : 3:00, তবে তর বাবা রেগে আছে খুব,(মা)

খুশিতে তো লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে!আমার মতো হাদারাম পাশ করছে এটাই বেশি!😄

  • আচ্ছা আম্মা তুমি আব্বারে একটু বুঝাও আমি আসতাছি,(আমি)
  • আচ্ছা বাসায় আয়,,বলে ফোনটা কেটে দিলো।

আমি বাসায় আসার জন্য রওনা হলাম,
চলবে………..

More From Author

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *